E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পৌর মেয়র অমিতাভ বোসের ব্যক্তি উদ্যোগে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে আর্থিক সহায়তা প্রদান 

২০২১ জুলাই ০৪ ১৫:২০:২৭
পৌর মেয়র অমিতাভ বোসের ব্যক্তি উদ্যোগে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে আর্থিক সহায়তা প্রদান 

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে ৪ নং ওয়ার্ডে প্রায় শতাধিক পরিবার নিয়ে এই আদিবাসী সম্প্রদায়ের বসবাস। এদের মধ্যে হাতেগোনা কয়েকজন লেখাপড়া জানেন। স্বাক্ষরতার হার মাত্র ৩৫ শতাংশ। এরা অধিকাংশই শ্রমিক ও দিনমজুর। অনেকে আবার ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করেও সংসার চালায়। একদিন কাজ না করতে পারলে পরের দিন অনাহারে অর্ধাহারে থাকতে হয়। 

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ঘর থেকে বের হতে না পেরে মহাসংকটে জীবন-যাপন করতে হচ্ছে আদিবাসীদেরকে। ঘরে মজুদ খাবার শেষ। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে কোন প্রকার ত্রাণ সহযোগিতায় পাওয়া যায়নি।প্রকৃতির নিয়মে ধরিত্রীর বুকে প্রতিদিন ভোর হয়। আতঙ্কে আদিবাসী কর্মহীন মানুষের জীবন। এদর মধ্যে প্রতিনিয়তই বাড়ছে হতাশা ও ঝুঁকি। পরিবার পরিজন সন্তানাদী নিয়ে কষ্টে আছে খেটে খাওয়া আদিবাসী শ্রমজীবী মানুষ। গোটা বাংলাদেশ সরকার ঘোষিত লক ডাউন চলছে। বাইরে যাওয়ার পথ নেই। জীবিকা নেই। স্থবির হয়ে পড়েছে জনজীবন।

এখানে বসবারত সবাই হতদরিদ্র। দীর্ঘদিন তারা অনাহারে অর্ধাহারে ছেলেমেয়ে নিয়ে কোন রকমে জীবন যাপন করছেন। আদিবাসী জনগোষ্ঠী মানুষেরাদের সংঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে তাদের দুঃখ ও দুরদশা কাহিনী শুনেন ফরিদপুরের পৌরমেয়র অমিতাভ বোস। তাদের দুঃখ ও দুরদশা কাহিনী শুনে তিনি শনিবার(৩জুন) পৌরমেয়র অমিতাভ বোস ব্যক্তিগত পক্ষ থেকে আদিবাসী সম্প্রদায়ের পরিবারের মধ্যে সাধ্যমত আর্থিক সহায়তা প্রদান করেন। প্রান্তিক মানুষের জন্য আগামীর দিনগুলিতে ধারাবাহিক ভাবে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জনবান্ধব পৌরমেয়র অমিতাভ বোস। পরিশেষে আদিবাসী জনগোষ্ঠী উদ্দেশ্যে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে স্বাস্থ্য বিধি মেনে সরকার ঘোষিত ৭ দিন ঘরে থাকার পরামর্শ প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধীক নেতাকর্মী স্বাস্থ্যবিধি মেনে অংশ নিয়েছেন।

(ডিসি/এসপি/জুলাই ০৪, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test