E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে কর্মহীন পরিবহন শ্রমিকদের পাশে উপজেলা প্রশাসন

২০২১ জুলাই ০৫ ২০:৪১:২২
ঈশ্বরদীতে কর্মহীন পরিবহন শ্রমিকদের পাশে উপজেলা প্রশাসন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘করোনা পরিস্থিতিতে লকডাউনে এক মাস যাবত বাস চলাচল বন্ধ। বাস শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। এই পরিস্থিতিতে উপজেলা প্রশাসন কর্মহীন পরিবহণ শ্রমিকদের পাশে খাদ্যসামগ্রী নিয়ে এগিয়ে এসেছে। সোমবার সন্ধ্যায় ঈশ্বরদীর খায়রুজ্জআমান বাস টার্মিনালে ১০০ জন কর্মহীন পরিবহন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল.কায়েস। এসময় পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ঈশ্বরদী শাখার সভাপতি আলতাব হোসেনসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল.কায়েস বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনা মানতে গিয়ে পরিবহণ শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে । সরকার তাদের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছে। কর্মহীন যে সকল মানুষ এখনও খাদ্য সহায়তা পায়নি পর্যায়ক্রমে তাদের মাঝেও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

পৌর মেয়র ইসাহক আলী মালিথা বলেন, করোনাকালে সবচেয়ে বেশী অসহায় হয়ে পড়েছেন বাস শ্রমিকরা। পরিবহণ শ্রমিকরা দীর্ঘদিন বেকার। লকডাউনে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। পরিবহণ শ্রমিকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী মানবতার ‘মা’ জননেত্রী শেখ হাসিনা উপহার হিসেবে এই খাদ্যসামগ্রী বিতরণের ব্যবস্থা করেছে।

এসময় চাল, ডাল, লবণ, তেল ও আলু বিতরণ করা হয়।

(এসকেকে/এএস/জুলাই ০৫, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test