E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে লকডাউনে পেশা বদলেছেন ফুটপাতের ব্যবসায়ীরা

২০২১ জুলাই ০৬ ১৬:১৭:৩১
ফরিদপুরে লকডাউনে পেশা বদলেছেন ফুটপাতের ব্যবসায়ীরা

দিলীপ চন্দ, ফরিদপুর : লকডাউন এর কারণে অন্যান্য জেলার মত ভিন্ন ভিন্ন পেশায় ব্যস্ত হয়ে পড়েছেন ফরিদপুরে ফুটপাতের ব্যবসায়ীরা। বর্তমানে তারা ভ্যানে করে ভ্রাম্যমান ফলের দোকান কিংবা কাঁচা তরকারি ব্যবসা করে সময় অতিবাহিত করছেন। এছাড়া এলাকাভিত্তিক দোকান থাকার কারণে স্থানীয় জনসাধারণ ই এদের অন্যতম ক্রেতা।

খোঁজ নিয়ে জানা গেছে কয়েকদিন আগেও যারা ফুটপাতে চা কিংবা চটপটির ব্যাবসা করতেন তারা এখন এলাকাতে দোকান করেছেন শাকসবজির। বাজারের কাঁচাবাজারের থেকে এখানে জিনিসপত্রের দাম অপেক্ষাকৃত একটু বেশি দাম হলেও স্থানীয় জনগন এখান থেকে তরকারি কিনছেন। এছাড়া শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান ভ্যান এর মাধ্যমে বিক্রি করছেন বিভিন্ন ধরনের মৌসুমী ফল।

অন্যদিকে বাজার অপেক্ষায় এসমস্ত ফলের দাম একটু বেশি হলেও তাতে চাহিদা বাড়ছে স্থানীয় জনগণের। বর্তমানে এখানকার যে সমস্ত ফল বিক্রি হচ্ছে তার মধ্যে রয়েছে ল্যাংড়া আম ৪০ টাকা। ফজলি আম ৫০ টাকা দেশি পেয়ারা ৫০ টাকা।

নাজিমুদ্দিন নামে একজন সবজী ব্যবসায়ী জানান, লকডাউন এর কারণে তাদের বেঁচে থাকতে প্রচন্ড কষ্ট হচ্ছে। এছাড়া তারা বিভিন্ন সময় ছোটখাটো ব্যবসার উদ্যোগ নিলেও তেমন সুবিধা করতে না পারায় তাদের এ ব্যবসায় নামতে হচ্ছে।
এখান থেকে যেটুকু লাভ থাকে তাই দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের প্রয়োজন মেটাতে হচ্ছে। মহামারী করোনার এ অবস্থা ঠিক হয়ে গেলে এবং দেশ আবার স্বাভাবিক অবস্থায় গেলে তাদের পুরনো ব্যবসায় তারা ফিরে আসবেন। তারা প্রত্যাশা করছেন সরকারি সাহায্য সহযোগিতা পেলে তাদের এই অবস্থা অনেকটাই লাঘব হতে পারে।

(ডিসি/এসপি/জুলাই ০৬, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test