E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে কঠোর লকডাউনেও হাট-বাজারে মানুষ, ২৩ জনের জরিমানা

২০২১ জুলাই ০৬ ১৮:০৩:১৩
টাঙ্গাইলে কঠোর লকডাউনেও হাট-বাজারে মানুষ, ২৩ জনের জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে করোনার সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করলেও নানা অজুহাতে মানুষ ঘরের বাইরে হাট-বাজার ও রাস্তায় বের হচ্ছে। ফলে করোনার সংক্রমণ দিন দিন বাড়ছে। 

মঙ্গলবার (৬ জুলাই) টাঙ্গাইল শহরে অপ্রয়োজনে ঘরের বাইরে বের হয়ে ঘোরাফেরা করায় ২৩ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ১৩ হাজার একশ’ টাকা জরিমানা করেছে।

জানা গেছে, টাঙ্গাইল জেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর সাতটি টিম(প্রতি টিমে ৯জন সেনা সদস্য), প্রতিটিমে আট জন সদস্যের র‌্যাবের তিনটি পেট্রোল টিম, বিজিবি’র ২০জন সদস্য, পুলিশ এবং আনসারের আটশ’ সদস্য মাঠে রয়েছেন। টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েণ্টে ৫৪টি সহ জেলায় পুলিশের পক্ষ থেকে ১১৩টি চেকপোস্ট বসিয়ে লকডাউন কার্যকর করা হচ্ছে। প্রশাসনের কড়া নজরদারির পরেও মোটরসাইকেল, ইজিবাইক, বাটারী চালিত রিকশায় মানুষের চলাচল বেড়েছে। পুলিশের চেকপোস্টে সাধারণ মানুষ নানা অজুহাত দেখাচ্ছে। দৈনিক কাঁচাবাজারগুলোতে কোন প্রকার স্বাধ্যবিধি না মেনে বিকিকিনি চলছে। এছাড়া জেলায় প্রতিদিনই একাধিক স্থানে হাটবার রয়েছে। হাটগুলোতে স্বাস্থবিধি মানার কোন লক্ষণই নেই।

অন্যদিকে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাবাজার ব্যতিত জেলার ব্যবসা প্রতিষ্ঠান, বিপণিবিতান, দোকান-পাট বন্ধ রয়েছে। সড়ক ও মহাসড়কে জরুরি পণ্যবাহী যানবাহন ব্যতিত গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, সরকারি বিধিনিষেধ অমান্য করে অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় মঙ্গলবার(৬ জুলাই) দুপুরে ২৩ জনকে ১৩ হাজার একশ’ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান প্রতিদিনই পরিচালনা করা হচ্ছে। এছাড়া স্বাস্থবিধি মেনে চলতে জনসাধারণের সচেতনতায় মাইকিং অব্যাহত রয়েছে।

(আরকেপি/এসপি/জুলাই ০৬, ২০২১)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test