E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝালকাঠিতে মুক্তিযোদ্ধাকে বসতঘরে থাকতে না দেযার অভিযোগ

২০২১ জুলাই ০৬ ১৯:০৫:৪১
ঝালকাঠিতে মুক্তিযোদ্ধাকে বসতঘরে থাকতে না দেযার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি শহরের ধোপারচক এলাকার মুক্তিযোদ্ধা আনছার উদ্দিন তার বসতঘর জবরদখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার দুপুরে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। মুক্তিযোদ্ধা আনছার উদ্দিন তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, ঝালকাঠি শহরের ধোপরচক এলাকায় তার বসত ঘরসহ ১৮ সহাস্রাংশ সম্পত্তি পার্শবর্তি এসএম ফজলুল হক দখল করে রেখেছেন।

এ বিষয়ে তিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, জেলা প্রশাসক ও থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু কোন প্রতিকার পাননি। তাই এই করোনা মহামারীর মধ্যে বসতঘর ছাড়া হয়ে পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। অভিযোগে উল্লেখ করা হয়, স্বাধীনতা পরবর্তী সময়ে আজিজ খানের কাছ থেকে আমি ১২০ সহা¯্রাংশ সম্পত্তি ক্রয় করি। পরে স্কুল শিক্ষক ফকরুল আলম ও আইনজীবী এসএম ফজলুল হকের কাছে আমার জমি বিক্রির পর বাকি ১৮ সহাস্রাংশ সম্পত্তি অবশিষ্ট থাকে।

ঐ সম্পত্তির উপর একটি টিনসেড ঘর নিমার্ণ করে বসবাস শুরু করি পরিবার নিয়ে। পরবর্তীতে পারিবারিক কারণে ঘরটি তালাবদ্ধ করে আমি গ্রামের বাড়ি নলছিটির প্রতাপে চলে যাই। এরপর এসএম ফজলুল হক প্রভাব খাটিয়ে সেই ঘরটি জবরদখলের চেষ্টা চালায়। আমি আমার বসতঘরে আসতে চাইলে এসএম ফজলুল হক মামলা দিয়ে আমাকে হয়রানীর হুমকি দেন। গত ২৭ জুন আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে উক্ত ঘরে এলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসে ঘরে তালা দিয়ে চাবি তার জিম্মায় রাখেন। তিনি কবে চাবি দিবেন তা অনিশ্চিত। এ অবস্থায় একজন মুক্তিযোদ্ধা হিসেবে বসতঘর ফিরে পেতে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আনছার উদ্দিন।

এ প্রসঙ্গে এসএম ফজলুল হক বলেন, এ জমির মালিক আমি হলেও ভুলবশত আনছার উদ্দিনের নামে রেকর্ড হয়েছে। আমি রেকর্ড সংশোধনের মামলা করেছি। মামলাটি বিচারাধীন আছে। এ বিষয়ে কাউন্সিলর তরুন কর্মকার বলেন, শান্তিশৃংখলা রক্ষায় আমি আপাতত ঘরটি আমার জিম্মায় রেখেছি। পরবর্তীতে উভয় পক্ষকে নিয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরের উপস্থিতিতে এ সমস্যা সমাধান করার চেষ্টা করব।

(এস/এসপি/জুলাই ০৬, ২০২১)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test