E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় বিধিনিষেধ অমান্য করায় ২১ জনকে জরিমানা

২০২১ জুলাই ০৭ ১৮:৩৭:১১
সালথায় বিধিনিষেধ অমান্য করায় ২১ জনকে জরিমানা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : কঠোর লকডাউনের ৭ দিনে ফরিদপুরের সালথায় বিধিনিষেধ অমান্য করায় ২১ জনকে ২০ হাজার ৬৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার। 

জানা যায়, লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে প্রথম দিন থেকে আজ বুধবার সপ্তমদিন পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহীনির সদস্যরা অভিযান চালিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধিনিষেধ অমান্য করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী সাতদিনে ২১জনকে সর্বমোট বিশ হাজার ছয়শত পঞ্চাশ টাকা জরিমানা করা হয়েছে।

করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে বাঁচতে চাইলে ঘরে থাকুন। নিজে বাঁচুন, আমাদেরকেও বাঁচতে দিন।

(এন/এসপি/জুলাই ০৭, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test