E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাসপাতালে ঝিনাইদহ পৌর মেয়র মিন্টু

২০২১ জুলাই ০৭ ১৮:৪০:৩৬
অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাসপাতালে ঝিনাইদহ পৌর মেয়র মিন্টু

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহে উদ্বেগজনক হারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সদর হাসপাতালে ১০০টি অক্সিজেন সিলিন্ডার দিচ্ছেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। বুধবার (৭ জুলাই) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রথম ধাপে ২৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: হারুন অর রশিদ,ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস,করোনা সেলের প্রধান ডা: জাকির হোসেন,আবাসিক মেডিকেল অফিসার ডা: মিথিলা ইসলামসহ প্রমুখ।

পৌর মেয়র সাইদুল করিম মিন্টু বলেন,আজ আমি ২৫ টি অক্সিজেন সিলিন্ডার দিলাম।আগামী সপ্তাহে আরো ৭৫ টি সিলিন্ডার হাসপাতাল কতৃপক্ষের কাছে হস্তান্তর করবো।করোনার ভয়াবহ প্রকোপে আমরা ঝিনাইদহবাসী খুবই খারাপ সময় পার করছি এখন।তাই সবাইকে দলমত নির্বিশেষে মানুষের পাশে দাড়াতে হবে।মানুষকে বাঁচাতে হবে।

উল্লেখ্য, গত বছর করোনা মহামারি শুরুর সময় থেকে অসহায়,দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ,খাদ্য ও ঔষধ সামগ্রী দিয়ে যাচ্ছেন তিনি।এর আগেও সদর হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য বেশ কিছু উন্নত মানের সরঞ্জামাদি প্রদান করেছেন।

(একে/এসপি/জুলাই ০৭, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test