E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে জুয়ার আসর থেকে ১২ জুয়াড়ি আটক

২০২১ জুলাই ০৭ ২৩:২৭:২২
ফরিদপুরে জুয়ার আসর থেকে ১২ জুয়াড়ি আটক

দিলীপ চন্দ, ফরিদপুর : র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে দেশব্যাপী বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দীর্ঘদিন ধরে একদল জুয়ারি চক্র অবৈধভাবে বিপুল পরিমান অর্থ লেনদেনের মাধ্যমে জুয়ার কার্যক্রম চালিয়ে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‍্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়।

তারপ্রেক্ষিতে ০৭/০৭/২০২১ইং তারিখ দুপুরে র‍্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত জুয়াড়ি চক্র জুয়া খেলার উদ্দেশ্যে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোয়ালচামট গ্রামস্থ হেলিপোর্ট বাজার সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থান করছে। এ প্রেক্ষিতে র‍্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৭/০৭/২০২১ ইং তারিখ দুপুরে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোয়ালচামট গ্রামস্থ হেলিপোর্ট বাজার সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে জুয়ারি চক্রের সদস্য ০১। মোঃ মনিরুজ্জামান মিন্টু(৪২), পিতা- আঃ গাফ্ফার মল্লিক, সাং-গোয়ালচামট, ০২। শেখ সৈয়দ আলী(৬২), পিতা-মৃত শেখ গোলাম মোস্তফা, সাং-কবিরপুর, ০৩। মোঃ রুস্তম শিকদার(৬৩), পিতা-মৃত তাইজুদ্দিন শিকদার, সাং-ব্রাক্ষণকান্দা, ০৪। মোঃ লাল মিয়া(৪৩), পিতা-মৃত উতার উদ্দিন, সাং-লক্ষনদিয়া, ০৫। মোঃ আবুল কালাম ফকির(৫১), পিতা-মৃত উকিল উদ্দিন ফকির, সাং-পূর্ব ভাষানচর, ০৬। মোঃ মিজানুর রহমান(৪০), পিতা-মোঃ আব্দুল কাদের, সাং-পশ্চিম খাবাসপুর, ০৭। মোঃ হিরু মন্ডল(৫১), পিতা-মৃত নবাব আলী মন্ডল, সাং-দক্ষিণ কমলাপুর, ০৮। মোঃ ইদ্রিস(৬০), পিতা-মৃত লাল মিয়া, সাং-আলীপুর, ০৯। মোঃ নবা শেখ(৫০), পিতা-মৃত শেখ বদর উদ্দিন, সাং-গোয়ালচামট, ১০। মোঃ মোকসেদ মোল্লা(৫১), পিতা-মৃত মজিব মোল্লা, সাং-উত্তর গোয়ালচামট, ১১। মোঃ শেখ হারুন(৫২), পিতা-মৃত শেখ জলিল, সাং-পশ্চিম আলীপুর, সর্বথানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর, ১২। মোশারফ মোল্লা(২৮), পিতা-নিয়ামত মোল্লা, সাং-আমিন বাজার, থানা-সাভার, জেলা-ঢাকাদেরকে আটক করে । এ সময় আটককৃত আসামীদের হেফাজতে থাকা ১৯ টি সীমকার্ডসহ ১৩ টি মোবাইল, জুয়ারি কাজে ব্যবহৃত ১২ সেট তাস (কার্ড) এবং নগদ ১৮,৫৭৫/- (আঠার হাজার পাঁচশত পঁচাত্তর) টাকা জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

(ডিসি/এএস/জুলাই ০৭, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test