E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নরসিংদীতে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু

২০২১ জুলাই ০৮ ০৮:৪৪:৫৩
নরসিংদীতে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ভীমরুলের কামড়ে  সৌরভ নামের পাঁচ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের টাউয়াদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সৌরভ ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার দারুণ বড়ভাগ গ্রামের শাহেদের ছেলে।

শাহেদ পেশায় ব্যাটারিচালিত অটোরিক্সা চালক। তিনি নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের টাওয়াদী এলাকার একটি বাড়িতে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন।

শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে টাওয়াদী এলাকার একটি রাস্তায় সৌরভ লাটিম খেলছিল। তার ছুঁড়ে মারা লাটিম পার্শ্ববর্তী তোফাজ্জল মিয়ার বাড়ির ভেতরে চলে যায়। বাড়িটির একটি গাছে ভিমরুল বাসা বেধেছিল। ওই লাটিম ফেরত আনতে সৌরভ বাড়িটির ভেতরে গেলে একঝাঁক ভীমরুল তার সারা শরীরে কামড়ে দেয়। ওই অবস্থায় তাকে উদ্ধারের জন্য তার বড়ভাই রাসেল সেখানে গেলে তাকেও বেশ কয়েকটি ভীমরুল কামড় দেয়। পরে শিশুটির পরিবার ও স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ আমীরুল হক জানান, ভীমরুলে কামড়ে দেওয়া পাঁচবছর বয়সী শিশুটিকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। এছাড়া এই ঘটনায় আহত আরও এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

(ওএস/এএস/জুলাই ০৮, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test