E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বাবলম্বী হবার চেষ্টায় শারীরিক প্রতিবন্ধী হাসান শেখ

২০২১ জুলাই ০৯ ১২:২৫:৩৫
স্বাবলম্বী হবার চেষ্টায় শারীরিক প্রতিবন্ধী হাসান শেখ

দিলীপ চন্দ, ফরিদপুর : শারীরিক প্রতিবন্ধী হাসান শেখ স্বাবলম্বী হবার চেষ্টা করছেন। তিনি ফরিদপুরে জনতা ব্যাংকের মোড়ে ভ্রাম্যমাণ ভ্যানে রুটি হালুয়া বিক্রি করে  জীবন অতিবাহিত করেন।

তিনি বলেন মহামারী করোনার কারণে আগের মত বেচা বিক্রি নেই। অন্যদিকে শহরে লোকজন না থাকায় বিক্রি কমে গেছে । ফলে অত্যন্ত কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করতে হচ্ছে। মোহাম্মদ হাসান শেখের দেশের বাড়ি কুমিল্লা। তিনি এখানে ওয়ালেস পাড়ায় থাকেন। তিনি শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্বেও কারো কাছে হাত না পেতে নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত হবার চেষ্টা করছেন । এজন্য রুটি হালুয়া বিক্রি করে জীবন অতিবাহিত করেন। তিনি রুটি হালুয়া বিক্রি করে প্রতিদিন ১০০-১৫০ টাকার মত লাভ করেন ।

মহামারী করোনায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান আর্থিক ও খাদ্য সামগ্রী সাহায্য দিলেও তার ভাগ্যে কিছুই জোটেনি বলে আক্ষেপ করেন। হাসান শেখ এর পাশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসলে এবং আর্থিক অথবা খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করলে তার অনেক উপকার হতো বলে তিনি এ প্রতিবেদককে জানান।

(ডিসি/এএস/জুলাই ০৯, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test