E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মধুখালীতে করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্তের হার ৪৭.৭৪ শতাংশ

২০২১ জুলাই ০৯ ১৬:০৩:০৭
মধুখালীতে করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্তের হার ৪৭.৭৪ শতাংশ

মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালী উপজেলা কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে শুরুতেই করোনা সনাক্ত বেড়েই চলেছে। গতকাল বৃহস্পতিবার র‌্যাপিড এন্টিজেন টেস্ট রিপোর্টে আরো ১৭ জনের করোনা সনাক্ত হয়। সনাক্তের একদিন পরেই শুক্রবার (৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় উপজেলার কোরকদি ইউনিয়নের বামুন্দি গ্রামের সাবেক একজন ইউপি সদস্য আব্দুল হাকিম মোল্যা (৯০) করোনায় নিজ বাড়িতে মারা যায়। মধুখালীতে করোনা সনাক্তের হার শতকরা প্রায় ৪৭.৭৪ শতাংশ । এ নিয়ে দ্বিতীয় ঢেউয়ে মধুখালীতে করোনায় আক্রান্ত হয়ে মোট ৭ জনের মৃত্যু হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম জানান, বৃহস্পতিবার (৮ জুলাই) একদিনে মোট ৫০টি নমুনা সংগ্রহ করা হয়। এতে স্থানীয় হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন টেস্ট রিপোর্টে ১৭ জন সনাক্ত হয়। বাকী ৩৩টি নমুনা ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পিসিআর রিপোর্ট বাদে মোট শনাক্তের সংখ্য ২৭৪ জন। এ সময় মোট ৫৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। শনাক্তের হার শতকরা ৪৭.৭৪% ভাগ।

তিনি জানান, গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন টেস্ট রিপোর্টে বামুন্দি এলাকার আব্দুল হাকিম (৯০) করোনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসে। শুুক্রবার (৯ জুলাই) সকালে নিজ বাড়িতে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।

(এম/এসপি/জুলাই ০৯, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test