E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৩৭ 

২০২১ জুলাই ১০ ১২:২৮:৪৩
সাতক্ষীরায় ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৩৭ 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গতকাল শুক্রবার মারা যান আট জন। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪১৪ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১২৯ জনের নমুনা পরীক্ষা শেষে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৬৮ শতাংশ।

এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪হাজার ২১৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩৯ জন। এছাড়া বর্তমানে জেলায় ১০৯৮ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন ও বেসরকারী হাসপাতালে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকী ১০৫৭ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ২৫৮ জন ও বেসরকারি হাসপাতালে আরো ১২৪ জন ভর্তি রয়েছেন। মোট ভর্তি ৪০৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪ জন।

এদিকে, জেলার একমাত্র করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনাা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ২৮২ জন রোগী ভর্তি রয়েছেন।

এদিকে সাতক্ষীরায় চলমান কঠোর লকডাউনের ১০ম দিন শুক্রবার মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই। লকডাউনের নামে মানুষ যেন লুকোচুরি খেলছেন।অনেকেরই আবার মুখে নেই কোন মাস্ক। সড়কেও বেড়েছে জনসমাগম। হাট বাজাওে রয়েছে ব্যাপক লোক সমাগম। এছাড়া জেলার বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত পরিবারের লোকজন স্বাস্থ্য বিধি না মেনেই সর্বত্রই ঘোরাঘুরি করছেন। ফলে করোনা সংক্রমন আরো বৃদ্ধি পাওয়ার আশংকা করছেন সচেতন মহল। আইনশৃখংলাবাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে চলাচল কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন।

(আরকে/এএস/জুলাই ১০, ২০২১)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test