E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি, দুই গৃহকর্তাকে কুপিয়ে আহত

২০২১ জুলাই ১০ ১৫:২১:৫২
আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি, দুই গৃহকর্তাকে কুপিয়ে আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে শুক্রবার দিবাগত রাতে দুই বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় স্বশস্ত্র ডাকাত দল দুই গৃহকর্তাকে কুপিয়ে জখম করে। লুটে নেয়া হয়েছে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল। মূমুর্ষূ অবস্থায় দুই গৃহকর্তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভুক্তভোগী পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া (বিলপাড়) গ্রামের কাজী দাইয়ানের বাড়ীর প্রধান ফটক ও ঘরের দরজা ভেঙ্গে মুখোশধারী স্বশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করে ঘরে থাকা লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং গৃহকর্তা কাজী দাইয়ান (৬০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুটে নেয়। আহত গৃহকর্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই রাতে অনুমান ৩টার দিকে বালিয়াপাড়া গ্রামের ব্যবসায়ি শামসুল হক মোল্লার বাড়ীতে একই কায়দায় বাড়ীর হাফপ্যান্ট পরা মুখোশধারী স্বশস্ত্র ডাকাত দল বাড়ির প্রধান ফটক ও ভবনের ছাদের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।

এসময় দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গৃহকর্তা ব্যাবসায়ি শামসুল হক মোল্লা (৫২) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে নগদ দু লাখ টাকা, দেড় ভরি ওজনের স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটে নিয়ে চলে যায়। পরে আহত গৃহকর্তাকে তার স্বজনরা উদ্ধার করে প্রথমে রূপগঞ্জে ইউএস বাংলা হাসপাতালে নিয়ে গেলে অবস্থার বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান মোল্লা জানান, ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাত দলের সদস্যদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা করে যাচ্ছে।

(ও/এসপি/জুলাই ১০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test