E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মধুখালী থানার ওসি শহিদুল ইসলাম করোনায় আক্রান্ত 

২০২১ জুলাই ১০ ১৬:৪৭:১৯
মধুখালী থানার ওসি শহিদুল ইসলাম করোনায় আক্রান্ত 

মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম  করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি জ্বর, গলা ব্যাথা নিয়ে কয়েক দিন অসুস্থ্য হয়ে পড়লে শনিবার (১০ জুলাই) মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। র‌্যাপিড এন্টিজেন টেস্ট রিপোর্টে তাঁর শরীরে করোন পজেটিভ আসে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম তার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন এবং উপজেরাবাসী বিনা প্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করেছেন।

এ ছাড়া গত ২৪ ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৫টি নমুনা সংগ্রহ করা হয়। নতুন করে আরও ৮জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মধুখালী উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩০২জন। করোনা সনাক্তের হার শতকরা ৪৫% ভাগ। এ পর্যন্ত মধুখালী উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে সাত জন মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, মধুখালী উপজেলাতে গত ৬ জুলাই থেকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো নমুনার কোন রির্পোট আসে নাই। ওই রিপোর্ট বাদে বর্তমান সনাক্তের হার দেওয়া হলো। পিসিআর ল্যাবের রির্পোট আসলে সনাক্তের হার আর বেড়ে যাবে।

মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম তার করোনা পজেটিভ বিষয়টি নিশ্চিত করে সকলে নিরাপদে থাকার আহবান জানিয়ে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

(এম/এসপি/জুলাই ১০, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test