E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় করোনা চিকিৎসায় প্রয়োজনীয় ঔষধ, মাস্ক ও অক্সিমিটার প্রদান 

২০২১ জুলাই ১০ ১৮:৪৭:০৪
সাতক্ষীরায় করোনা চিকিৎসায় প্রয়োজনীয় ঔষধ, মাস্ক ও অক্সিমিটার প্রদান 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় করোনা আক্রান্ত অসহায় মানুষের সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় ঔষধ পত্র, মাস্ক ও কমিউনিটি ক্লিনিকের জন্য কিছু অক্সিমিটার প্রদান করেছে এসএসসি ১৯৯৭-৯৯ শিক্ষাবর্ষের বন্ধুদের প্রাণের সংগঠন "বন্ধুত্ব অমর- সাতক্ষীরা"।

শনিবার দুপুরে সংগঠনটির নেতাকর্মীরা এসব মালামাল গুলো সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর কাছে তুলে দেন।

এছাড়া করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শহরের বিভিন্ন সড়কে সাধারন মানুষের মাঝে তারা মাস্ক বিতরন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্য দিদারুল আলম, রেজা আল-আমিন শুভ, রিয়াজ আহমেদ রাজ, মহাসিন রেজা, সাইফুল ইসলাম টুটুল, ডাঃ সঞ্জিব কুমার প্রমুখ।

সংগঠনটি সাতক্ষীরা সিভিল সার্জনের মাধ্যমে সমগ্র জেলায় ১৩ জন অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সার্বক্ষনিক করোনাকালীন টেলিমেডিসিন সেবা অব্যাহত রেখেছেন। টেলিমেডিসিন সেবা যারা দিচ্ছেন তারা হলেন, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ কাজল কুমার কর্মকার, মেডিসিন বিশেষজ্ঞ, ডাঃ মোস্তফা কামাল রওফ, ডাঃ মোঃ আমজাদ হোসাইন, ডঃ মোঃ আব্দুর রহমান সায়েম, সার্জারী বিশেষজ্ঞ ডাঃ অরুন ব্যাণার্জী, ডাঃ ইশতিয়াক, ডাঃ সাজিদ প্রমুখ।

তারা এ সময় বলেন, সংগঠনটি সাতক্ষীরায় তাদের নিজস্ব ফান্ডের মাধ্যমে এই সেবা মূলক কাজ অব্যহত রাখার জন্য বদ্ধপরিকর এবং এর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ স্থানীয় প্রশাসন ও সিভিল সার্জনের মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেবা প্রদানের জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছে।

(আরকে/এসপি/জুলাই ১০, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test