E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সজীব গ্রুপের চেয়ারম্যানসহ ৮ আসামি ৪ দিনের রিমান্ডে

২০২১ জুলাই ১০ ১৯:১০:৫০
সজীব গ্রুপের চেয়ারম্যানসহ ৮ আসামি ৪ দিনের রিমান্ডে

মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : রূপগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ আগুনে ৫২ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আট কারখানার চেয়ারম্যানসহ আট জনকে চারদিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১০ জুলাই) বিকেলের দিকে পুলিশ প্রত্যেককে দশ দিন করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহমিদা খাতুনের আদালত ওই নির্দেশ দেন।

রিমান্ডে নেওয়া আটজন হলেন সজীব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হাসেম তার ছেলে হাসিব বিন হাসেম, তারেক ইব্রাহিম, তাওসিব ইব্রাহিম ও তানজিম ইব্রাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহেনশাহ আজাদ, মামুনুর রশিদ এবং মো. সালাহউদ্দিন। হাসেম ও তার ছেলেদের ঢাকার গুলশান থেকে আটক করা হয়।

রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান। তিনি জানান, আটক হাসেমসহ প্রত্যেককে চার দিন করে রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত।

এর আগে ৩০২ ধারায় পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তাদের প্রত্যেককে ১০ দিন করে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেন।

গত ৮ জুলাই বিকেলে রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার প্রথম দিন তিনজনের মৃত্যু হয়। আহত হন অর্ধশত শ্রমিক। ফায়ার সার্ভিসের ঢাকা ও নারায়ণগঞ্জের ১৮টি ইউনিট ২০ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনে। এরপর গত ৯ জুলাই সকালে ওই ভবনের চারতলা থেকে ২৬ নারীসহ ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫২ জনে। ২৯ ঘণ্টা পর ৯ জুলাই রাতে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন।

(এস/এসপি/জুলাই ১০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test