E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্যাপসিকাম আমদানির ঘোষণা দিয়ে ভারতীয় ওষুধ, সিগারেট ও মোবাইল সেট পাচার

২০২১ জুলাই ১০ ২০:৩৮:৪৩
ক্যাপসিকাম আমদানির ঘোষণা দিয়ে ভারতীয় ওষুধ, সিগারেট ও মোবাইল সেট পাচার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ভারত থেকে ক্যাপসিকাম আমদানির ঘোষণা দিয়ে পাচারকৃত বিপুল পরিমান ওষুধ, সিগারেট ও মোবাইল সেট আটক করা হয়েছে। শনিবার বিকেলে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে সরকারি পার্কিং এ শুল্ক গোয়েন্দা সংস্থার একটি দল এসব আটক করে।



মামুন ট্রেডার্স নামের একটি সিএন্ডএফ এজেন্ট এর লাইসেন্স ভাড়া নিয়ে এই ক্যাপসিকাম ভারত থেকে বাংলাদেশে এনে খালাস করাচ্ছিল সিএণ্ডএফ খালিদ হোসেন শান্ত। ভারতীয় ওই ট্রাকে(ডব্লিউবি- ৪১০৬৯৮৩) ছিল ৮২ কার্টুন ক্যাপসিকাম। বগুড়ার সিদ্ধার্থ এন্টাপ্রাইজ ওই মালের আমদানিকারক।

সন্ধ্যায় তল­াশি অভিযান চলাকালে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আমির মামুন জানান, কয়েকটি কার্টুন খুলে বেশ কিছু পরিমান ওষুধ ও ৬৪টি ভারতীয় মোবাইল সেট পাওয়া গেছে। এখনও সবগুলি কার্টুন খুলতে বাকি রয়েছে। পরে আরও বিস্তারিত জানানো যাবে।

(আরকে/এএস/জুলাই ১০, ২০২১)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test