E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনা মোকাবেলায় সামর্থ্যবানদের সহযোগিতার আহ্বান

২০২১ জুলাই ১০ ২১:১৪:৫৭
করোনা মোকাবেলায় সামর্থ্যবানদের সহযোগিতার আহ্বান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : করোনার মহামারিতে যারা ঘরবন্দি হয়ে অসহায়ের মত জীবন-যাপন করছেন, সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।

শনিবার ( ১০ জুলাই) সন্ধ্যায় করোনা মহামারি প্রতিরোধ শীর্ষক এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

এমপি বিশ্বাস বিবৃতিতে বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় একমাত্র ঔষধ হচ্ছে লকডাউন। সরকার ঘোষিত লকডাউনে যারা দিন মজুর বা নিম্নমধ্যবিত্ত তারা বেশি বিপাকে পড়েছেন। তাই করোনা যুদ্ধে সকলকে মানবিক দিক বিবেচনায় নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোবল এবং সময় উপযোগী সিদ্ধান্তের জন্যই আজও এই মহামারিতে যুদ্ধ করে টিকে আছে বাংলাদেশ এবং অর্থনতির সূচকে এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, করোনায় দেশ আজ যে অবস্থায় পৌঁছেছে তাতে এখনই আমাদের সচেতন না হলে আগামীতে ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তাই সকলকে সরকারের বিধি নিষেধ মেনে চলতে হবে। আইনকে শ্রদ্ধা করে সকলেই ঘরে থাকুন এবং অসহায়দের পাশে মানবিক সাহায্য নিয়ে এগিয়ে আসুন।

(এসকে/এএস/জুলাই ১০, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test