E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

২০২১ জুলাই ১১ ১০:৫৪:২৭
বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লেিগর সভাপতি নুরুল হকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাত দলের সদস্যরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা ও সোনার গহনাসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। শনিবার দিবাগত রাত দেড়টা থেকে দু'টো পর্যন্ত কালীগঞ্জ উপজেলার জয়পত্রকাটি গ্রামে এ ডাকাাতির ঘটনা ঘটে।

জয়পত্রকাটি গ্রামের মৃত শহর আলী সরদারের ছেলে ও বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক জানান, শনিবার রাত ১১টার পর খাওয়া দাওয়া শেষে বাড়ির দোতলার নীচের সিঁড়ির বারান্দায় শুয়ে ছিলেন তিনি ও তার স্ত্রী রওশানারা পারভিন। ছেলে রাহীনুর ইসলাম ঘরে শুয়ে ছিল। একমাত্র মেয়ে মীরজা পারভিন বাড়িতে ছিল না। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ছয়জনের একদল ডাকাত তার বাড়িতে এসে মুখে টর্চের আলো ফেলে পিস্তল ও হাসুয়া দা দিয়ে তাদেরকে জিম্মি করে ফেলে। তাকে ও স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ঘরে থাকা ছেলে রাহীনুরকে দরজা খুলতে বাধ্য করে। এসময় ছেলেকেও তাদের সঙ্গে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে চাবি দিয়ে পাশের ঘরের তালা খুলতে বাধ্য করা হয়। পরে ওই ঘরের মধ্যে আলমারির ড্রয়ারে থাকা নগদ ৫০ হাজার টাকা , স্ত্রীর এক ভরি সোনার গহনাসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা। তার বাড়িতে ডাকাতির সময় রাস্তার কাছে আরো তিনজন পাহারায় ছিল বলে জানান তিনি। ডাকাত দলের সদস্যরা চলে যাওয়ার পর তিনি ৯৯৯ এ ফোন করলে ভোর চারটার দিকে কালীগঞ্জ থানার উপপরিদর্শক হাসানুজ্জামান ঘটনাস্থলে আসেন।

নুরুল হক আরো জানান, গত ২০ মে রাত ১১টা ০১ মিনিটে মোবাইল থেকে হুমকির সুরে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

স্থানীয় একটি দায়িত্বশীল সূত্র জানায় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী নুরুল হক ও তার পরিবারের সদস্যরা। স্থানীয় নীলকণ্ঠপুরের সন্ত্রাসী নূরুল , তার সগযোগী আব্দুল ওহাব, চাঁচাই এর সন্ত্রাসী মজিদসহ কতিপয় সন্ত্রাসীর কাছে জিম্মি হয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষ। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওইসব সন্ত্রাসীরা উপজেলার শীর্ষ পর্যায়ের এক জনপ্রতিনিধি তাদেরকে ব্যবহার করে থাকে। এ ছাড়াও ২০১৩ সালে স্থানীয়ভাবে নাশকতার নেতৃত্বদানকারি জামায়াত কর্মী বর্তমানে নব্য আওয়ামী লীগার বিষ্ণুপুর বাজারের চায়ের দোকানদার বাবলুর রহমানের দোকানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেড়াখালির জামায়াত কর্মী আকবরসহ সন্ত্রাসীরা অবস্থান করে থাকে। বাবলুর রহমান পুলিশের সোর্স পরিচয়ে বিভিন্ন নিরীহ ব্যক্তিকে হয়রানি করে থাকে। কঠোর লকডাউনেও কোনদিনও বন্ধ হয়নি বাবলুর দোকান। বরং টহলরত পুলিশ সদস্যরা বাবলুর দোকানে অবস্থান করে হাসি খোস গল্ডে মগ্ন থাকায় তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। এ ছাড়া বিএনপি নেতা লাল্টু শেখ গায়ের জোরে সঞ্জয় সরদারের জমি দখল করতে না পেয়ে জনপ্রতিনিধিদের টাকার বিনিময়ে ম্যানেজ করার পাশপাশি ভাড়াটিয়া সন্ত্রাসীদেরও বিষ্ণুপুর এলাকায় মজুত করেছে। এ অবস্থা চলতে থাকলে বর্তমান পরিস্থিতিতে শুধু আওয়ামী লীগের সভাপতি নয়, প্রতি বাড়ি বাড়ি ডাকাতি সংগঠিত হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

জানতে চাইলে কালীগঞ্জ থানার উপপরিদর্শক হাসানুজ্জামান জানান, খবর পাওয়ার পর রবিবার ভোরে তিনি ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এএস/জুলাই ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test