E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ছাত্রদলের সভাপতি অনু ও সাফায়েত

২০২১ জুলাই ১১ ১১:১৪:৪৮
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ছাত্রদলের সভাপতি অনু ও সাফায়েত

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু এবং সাফায়েত আহম্মেদ এর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান সংক্রান্তে (১০ জুলাই) ফরিদপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়।

পুলিশ সুপার, ফরিদপুর এর দিক নির্দেশনায় ও গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ, ফরিদপুর এর একটি টিম( ৮ই জুলাই) ১০.১৫ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন চরকমলাপুরে জনৈক মৃত বশির আহম্মেদ এর ০১ তলা বাসভবনে সাফায়েত আহম্মেদ(৩২), পিতা-মৃত বশির আহম্মেদ, মাতা-নাসরিন আক্তার, সাং-চরকমলাপুর, সৈয়দ আদনান হোসেন অনু(৩৬), পিতা-সৈয়দ মোজাম্মেল হোসেন, মাতা-নুরুন্নাহার, সাং-উত্তর সাদীপুর বায়তুল আমান, তানজিলা আক্তার ফুল(২২), পিতা-সৈয়দ ওবায়দুর রহমান, মাতা-তাহেরা বেগম, সাং-কুঠিবাড়ী কমলাপুর (ডিআইবি বটতলা), সর্বথানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরদেরকে সাদা পলিথিনে মোড়ানো ০২ পিস হালকা কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট, ০২ পিস গলিত ইয়াবা ট্যাবলেট এর অংশ বিশেষ, ফয়েল পেপার পিস্তল সদৃশ গ্যাস লাইটার এবং বিছানার নিচে গাঁজার কলকে, গাঁজা কাটার কাটারী, ২০ ইঞ্চি পাইপের মাথায় ০৬ ইঞ্চি চাকু, ০১ টি ম্যাকগাইভার হাতুড়ি (লম্বা ০৫ ইঞ্চি), কাঠের বাটসহ কাটারি দা (২৭ ইঞ্চি লম্বা)সহ গ্রেফতার করা হয়। উক্ত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানার মামলা নং-২৬ তারিখ-০৯/০৭/২০২১ খ্রিঃ, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/১৮(ক)/১৬ মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

হাতেনাতে ধৃত ৩ জন আসামীকে ৯ ই জুলাই খ্র আদালতে প্রেরণপূর্বক আসামী সাফায়েত আহম্মেদ ও সৈয়দ আদনান হোসেন অনু কে তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন করলে ০১ দিনের রিমাণ্ড প্রদান করে। রিমান্ড শেষে ১০ই জুলাই আদালতে প্রেরণ করা হয়। আদালতে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগসমূহের ব্যাপারে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক নিজেদের জড়িত করে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

(ডিসি/এএস/জুলাই ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test