E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭ 

২০২১ জুলাই ১১ ১৬:৫২:৫২
সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭ 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার  মারা যায় ১০ জন। এ নিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪২৭ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৭৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৬১ জনের নমুনা পরীক্ষা শেষে ১৫৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২৭ দশমিক ৯৮ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৭০ জন। বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ১৭৮ জন। সরকারি ও বেসরকারি জাসপাতালে করোনা আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৩১ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন এক হাজার ১৪৭ জন। সরকারি ও বেসরকারি হাসপাতালে অঅক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ৩৯৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জনসচেতনতার অভাবে জেলা করোনা সংক্রমন ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। করোনা প্রতিরোধে তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহবান জানান।

এদিকে সাতক্ষীরায় চলমান কঠোর লকডাউনের ১১তম দিন শুক্রবার মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই। লকডাউনের নামে মানুষ যেন লুকোচুরি খেলছেন।অনেকেরই আবার মুখে নেই কোন মাস্ক। সড়কেও বেড়েছে জনসমাগম। শহরের অধিকাংশ দোকান পাট আংশিক খোলা রেখে কেনা বেচা করছেন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত পরিবারের লোকজন স্বাস্থ্য বিধি না মেনেই সর্বত্রই ঘোরাঘুরি করছেন। ফলে করোনা সংক্রমন আরো বৃদ্ধি পাওয়ার আশংকা করছেন সচেতন মহল। আইনশৃখংলাবাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে চলাচল কিছুটা নিয়ন্ত্রনের চেষ্টা করছেন। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন।

(আরকে/এসপি/জুলাই ১১, ২০২১)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test