E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেনীতে করোনা উপসর্গে দুইদিনে আরও ১২ জনের মৃত্যু

২০২১ জুলাই ১১ ১৮:১৫:০১
ফেনীতে করোনা উপসর্গে দুইদিনে আরও ১২ জনের মৃত্যু

নূরুল আমিন খোকন, ফেনী : মহামারী করোনা ভাইরাস উপসর্গ নিয়ে গত ৪৮ ঘন্টায় ফেনী জেনারেল হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, শনিবার (১০ জুলাই) পর্যন্ত মৃত চারজনের মধ্যে একজন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। এদের মধ্যে তিনজনই নারী, তাদের বয়স ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে।

এর আগে শুক্রবার (৯ জুলাই) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৮ জনের মৃত্যু হয়, যাদের একজন ছিলেন কোভিড-১৯ পজিটিভ। বাদবাকি সকলের মধ্যে ছিল করোনা উপসর্গ। শনিবার রাতে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আবুল খায়ের মিয়াজী।

আরএমও আরও জানান, ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এ যাবত পর্যন্ত সর্বোচ্চ রোগী ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘন্টায় মোট ১২৬ জন রোগী রয়েছেন, যাদের মধ্যে ৮৩ জনকে শ্বাসকষ্টজনিত অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। এর মধ্যে ৩৮ জন করোনা পজিটিভ রোগী।

(এনকে/এসপি/জুলাই ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test