E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালীগঞ্জে চুরি করতে এসে ডাকাতি, প্রতিকার পাচ্ছেন না ক্ষতিগ্রস্তরা

২০২১ জুলাই ১১ ২০:১৫:৫৪
কালীগঞ্জে চুরি করতে এসে ডাকাতি, প্রতিকার পাচ্ছেন না ক্ষতিগ্রস্তরা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কালীগঞ্জের মৌতলা ইউনিয়নের কালিকাপুর গ্রামের দু’টি বাড়িতে ও বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়পত্রকাটি গ্রামের নুরুল হকের বাড়িতে চুরি করতে এসে ঘটনা ডাকাতিতে রুপ নিলেও প্রতিকার পাচ্ছেন না ওইসব ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এমনকি পুলিশের বিরুদ্ধে জুয়াড়ীদের ধরে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায়ও ক্ষুব্ধ সাধারণ মানুষ।

বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ছয়জনের একদল ডাকাত তার ও তার স্ত্রীর মুখে টর্চ মেরে হাতে থাকা পিস্তল ও হাসুয়া দেখিয়ে তাদেরকে হত্যার ভয় দেখিয়ে একটি ঘরে থাকা ছেলেকে দরজা খুলতে বাধ্য করে। তাকেও অস্ত্রের মুখে জিম্মি করে অন্য ঘরের দরজায় লাগানো তালা খুলতে বাধ্য করে। ডাকাত দলের সদস্যরা নগদ ৫০ হাজার টাকা ও এক ভরি ওজনের সোনার গহনাসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে চলে যায়। এ সময় তিন জন বাড়ির সামনের রাস্তায় পাহারায় ছিল। রবিবার তিনি থানায় গেলে পুলিশ ডাকাতির মামলা না নিয়ে চুরির মামলা নিয়েছে।

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মী মৌতলা ইউনিয়নের কালিকাপুর গ্রামের সুকুমার সরকার জানান, গত ২২ মে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত একটার দিয়ে ডাকাত দলের কয়েকজন সদস্য কৌশলে দরজার হাঁক খুলে উত্তর দিকে থাকা তার স্ত্রীর ঘরে ঢুকে পড়ে। হ্যাজবোল্ট মুড়িয়ে আলমারী খুলতে না পেরে তারা তার স্ত্রীর বাম হাতে টর্চ লাইট দিয়ে সজোরে আঘাত করে জখম করে চাবি নিয়ে আলমারী খুলে স্ত্রী ও মেয়ের ছয় ভরি ওজনের সোনার গহনা ও সাড়ে ৫ হাজার টাকা নিয়ে নেয়। পরে তার ঘরে এসে টেবিলের উপরে রাখা ৮০০ টাকা ও একটি টর্চ লঅইট নিয়ে নেয়। তবে কোন মোবাইল নেয়নি তারা। একপর্যায়ে বাইরে পাহারায় থাকা চারজনসহ মোট আটজন পিছনের দরজা দিয়ে চলে যায়। চলে যাওয়ার আগে থানা পুলিশ করলে ভাল হবে না বলে তারা হুমকি দিয়ে যায়। প্রতিকার হয়না এবং থানায় অভিযোগ করতে গেলে ডাকাতি না, চুরি প্রমান করতে, স্বাক্ষী যোগাড় করতে জীবন বেরিয়ে যাবে। এ কারণে তিনি থানায় অভিযোগ করেননি।

একই গ্রামের কালিপদ সরকারের ছেলে অরুন সরকার বলেন, গত ২৫ মে দিবাগত রাত দেড়টার দিকে তারা ঘরের মধ্যে ঘুমিয়ে থাকাকালিন ছয় জনের একদল দুর্বৃত্ত কৌশলে দরজার হাঁক খুলে ঘরে ঢুকে পড়ে। অস্ত্রের মুখে তাকে ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে আট ভরি ওজনের সোনার গহনা ও নগদ সাড়ে নয় হাজার টাকা নিয়ে যায় ওই ডাকাত দলের সদস্যরা। চলে যাওয়ার আগে বিষয়টি নিয়ে থানা পুলিশ করলে ফল ভালো হবে না বলে হুমকি দিয়ে যায়।

কালীগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের মামুন হোসেন, সোহাগ গাজী, ও আরাফাত হোসেন জানান, ফতেপুর কারিকর পাড়ার রফিকের বাড়িতে বন্ধ হয়ে যাওয়া মুরগির ফার্মের পিছনে বসে নীলকণ্ঠপুর গ্রামের বদরউদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল, একই গ্রামের আমের আলী গাজীর ছেলে শহীদুল, ফতেপুর গ্রামের ফারুক হোসেন ও খায়রুল প্রতিনিয়ত তাসের মাধ্যমে জুয়া খেলে। ইউপি সদস্য খলিলুর রহমানের কাছের লোক ও পুলিশের সোর্স বলে পরিচিত মামুন বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কালীগঞ্জ থানার সহকারি উপপরিদর্শক মনিরুজ্জামান, সহকারি উপপরিদর্শক হাসান ও সিপাহী ফিরোজ এসে ওই চারজনকে আটক করে। পরে ২৩ হাজার টাকার বিনিময়ে সহকারি উপপরিদর্শক ওই চার জুয়াড়ীকে ছেড়ে দেয়।

এ ব্যাপারে রবিবার বিকেলে সাংবাদিক পরিচয় গোপন রেখে জানতে চাইলে সহকারি উপপরিদর্শক মনিরুজ্জামান শনিবার জুয়ার আসরে হানা দেওয়ার সত্যতা স্বীকার করলেও টাকা নেওয়ার বিষয়ে কোন মন্তব্য করেননি। তবে আবারো খেলা হতে পারে এমন কথা বলতে দেখা মাত্রই তাকে জানাতে অনুরোধ করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা জানান, নুরুল হকের বাড়িতে লুটপাট হলেও সেখানে কোন মারপিট বা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি। তাই ডাকাতির মামলা হচ্ছে না। এ ছাড়া কালিকাপুরের সুকুমার সরকার ও অনিল সরকারের বাড়িতে দুর্বৃত্তদের হামলার বিষয়টি তাকে অবহিত করা হয়নি। তবে তিনি বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। একইসাথে ফতেপুরে পুলিশ চার জুয়াড়ীকে টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে এটা তার জানা নেই উলে­খ করে বলেন, বিষয়টি নিয়ে তিনি তদন্ত করবেন। এ থানায় তার যোগদানের আগে কোন জুয়ার মামলা হয়নি। তার যোগদানের পর থেকে চারিট জুয়ার মামলা হয়েছে।

(আরকে/এএস/জুলাই ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test