E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় সরিয়ে নেওয়া হলো আশ্রয়ণ প্রকল্পের ঝুঁকিপূর্ণ সাতটি ঘর

২০২১ জুলাই ১১ ২০:১৯:৩৭
সাতক্ষীরায় সরিয়ে নেওয়া হলো আশ্রয়ণ প্রকল্পের ঝুঁকিপূর্ণ সাতটি ঘর

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা :  সাতক্ষীরায় বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ভূমিহীনদের নামে বরাদ্দ দেওয়া প্রধানমন্ত্রীর আশ্রয়ণ  প্রকল্পের সাতটি ঘর সরিয়ে নেওয়া হয়েছে। এসব ভ‚মিহীনদের জন্য ভিন্ন জায়গায় ঘর তৈরির কাজও শুরু হয়েছে। খুব সত্ত¡রই তারা সেখানে চলে যেতে পারবেন বলে আশা প্রকাশ করছেন তারা।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের তৈলকুপি গ্রাম থেকে এসব ঘর সরিয়ে নিতে কাজ চলছে গত কয়েক দিন ধরে। নতুন স্থানে তাদের জন্য ঘর তৈরির কাজও চলছে।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার যুবায়ের হোসেন চৌধুরী জানান কিছুদিন আগে ওই গ্রামে ১৩ টি ভ‚মিহীন পরিবারের জন্য ঘরগুলি তৈরি করা হয়। সেগুলি ভূমিহীনদের নামে বরাদ্দ দেওয়া হলেও ঘরের কাজ শেষ হতে অনেকটাই বাকি ছিল। ইউএনও জানান যে এলাকায় ১৩ টি ঘর তৈরি করা হয় তার পাশে স্থানীয়রা মাটি ও বালু কেটে ফেলে। ফলে বৃষ্টির পানির চাপে কয়েকটি ঘরের পেছনে ভাঙ্গন দেখা দেয়। সেখানে বসবাস ঝুঁকিপূর্ন হয়ে পড়ায় উপজেলা পরিষদ ছয়টি রেখে সাতটি ঘর ভেঙ্গে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। ইউএনও আরও জানান বরাদ্দ পাওয়া ভ‚মিহীনদের জন্য কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালি গ্রামে ৪২ শতক খাস জমিতে নতুন ঘর তৈরির কাজ শুরু করা হয়েছে। অচিরেই সেগুলি তাদের কাছে হস্তান্তর করা হবে।

লাঙ্গলঝাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম জানান ১৩ টির মধ্যে ঝুঁকিমুক্ত থাকায় ছয়টি ঘর সেখানেই রয়েছে। সাতটি পরিবারের জন্য তৈরি ঘরগুলি প্রশাসনিক উদ্যোগে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তিনি জানান ভূমিহীনরাও এতে সম্মতি দিয়েছে।

(আরকে/এএস/জুলাই ১১, ২০২১)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test