E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোমরা স্থলবন্দরে আমদানী নিষিদ্ধ মালামাল জব্দ

২০২১ জুলাই ১১ ২০:২২:২৩
ভোমরা স্থলবন্দরে আমদানী নিষিদ্ধ মালামাল জব্দ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ক্যাপসিক্যাম আমদানির ঘোষনা দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমান বিভিন্ন ব্রান্ডেরে স্মার্ট মোবাইল ফোন, বিদেশী সিগারেট, নেশাজাতীয় ঔষধ, শাড়ি ও থ্রীপিচ জব্দ করা হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ভোমরা স্থলবন্দর শুল্ক গোয়েন্দা সংস্থার সদস্যরা উক্ত আমদানী নিষিদ্ধ মালামাল গুলো জব্দ করেন। যার আনুমানিক মূল্য এক কোটি টাকার অধিক।

জানা গেছে, ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্ট মামুন ট্রেডার্সের কাগজপত্র দিয়ে শনিবার বিকালে ক্যাপসিকামের নামে মিথ্যা ঘোষনা দিয়ে বিপুল পরিমান এসব আমদানী নিষিদ্ধ মালামাল ভারতীয় ট্রাক যোগে বন্দরে প্রবেশ করানো হয়। যার আমদানিকারক বগুড়ার মেসার্স সিদ্ধার্থ এন্টার প্রাইজ। বিষয়টি জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সদস্য গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ ভারতীয় ওই ট্রাকে (যার নং-ডব্লিউ বি-৪১বি-৬৯৮৩) গভীর রাত পর্যন্ত তল­াশী চালায়। এরপর ওই ট্রাকে থাকা ৮১ টি কার্টুন থেকে ৩১২ টি ভারতীয় বিভিন্ন ব্রান্ডের দামী মোবাইল ফোন, কোরিয়ান সিগারেট ১ লাখ ২০ হাজার পিস, ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের ঔষধ ও ইনজেকশান ২৮ কার্টুন, ভারতীয় দামী শাড়ি ২৩৪ টি, থ্রিপিস ৪৭ টি, ওড়না ৬ টি, লেডিস ব্যাগ ৮ টি, বেবী ব্যাগ ১টি ও ৫৩ কার্টুন ভর্তি ১ হাজার ৬০ কেজি ক্যাপসিকাম জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকার অধিক বলে অভিযানের থাকা কর্মকর্তারা জানিয়েছেন।

ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমির মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাস্টমসের পক্ষ থেকে কাষ্টমস আইনে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(আরকে/এএস/জুলাই ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test