E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খাল খননের নামে ভূমিহীন পরিবার উচ্ছেদ না করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

২০২১ জুলাই ১১ ২০:৪৪:২৯
খাল খননের নামে ভূমিহীন পরিবার উচ্ছেদ না করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পূর্ণবাসন না করে খাল খননের নামে ৪০ বছরেরও বেশি সময় ধরে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পিরোজপুর মোড় থেকে মৌতলা বাজার যাওয়ার মোড় পর্যন্ত শ্যামনগর- কালীগঞ্জ সড়ক ও সড়কের পার্শ্ববর্তী খালের দুধারে চরভরাটি জমিতে ৪০ বছরেরও বেশি সময় ধরে বসবাসরত তিন শতাধিক ভূমিহীনকে উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারসং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে আবেদন করা হয়েছে। পানিয়া সিএণ্ডবি কলোনীর আব্দুর জব্বার, শফিকুল ইসলাম ও সামছুর রহমানসহ তিন শতাধিক ভূমিহীন রবিবার এ আবেদন করেন।

জেলা প্রশাসকের কাছে লেখা আবেদনপত্রে ভূমিহীনরা উলে­খ করেছেন যে, তারা কালীগঞ্জ উপজেলাধীন কালীগঞ্জ- শ্যামনগর প্রধান সড়কের পিরোজপুর মোড় থেকে মৌতলা বাজারের মোড় পর্যন্ত প্রধান সড়ক ও পার্শ্ববর্তী খালের দু’ পাশের চরভরাটি জমিতে দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে ভূমিহীন হিসেবে বসবাস করে আসছে। এখানে বসবাসের সুবিধার্থে আমরা এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ড বরাবর ডিসিআর পাওয়ার জন্য আবেদনও করেছেন। সম্প্রতি আমাদেরকে ওই জমি থেকে উচ্ছেদ করার জন্য উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী ও তার পক্ষের কিছু লোকজন চেষ্টা করে আসছে। তারা ভূমিহীনদের কাছে দীর্ঘ দিন চাঁদা দাবি করে আসছে। বিষয়টি নিয়ে ইতিপূর্বে সাতক্ষীরা জেলা প্রশাসক, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে আবেদন করা ও হয়। করা হয় মানববন্ধন। এরপরও খাল খননের নামে উপজেলা চেয়ারম্যান সম্প্রতি খাল খননের কথা বলে ভেকু মেশিন লাগিয়ে রাস্তা ও খালের দু’ পাশের গাছ গাছালি সহ আমাদের ঘরবাড়ি ভেঙে চুরে তছনছ করে যাচ্ছেন। ঘরবাড়ি ও গাছপালা নষ্ট করার প্রতিবাদ করায় তাদের কয়েকজনকে লাঞ্ছিত করা হয়েছে। হুমকি দেওয়া হচ্ছে মিথ্যা মামলা দেওয়ার। বর্তমানে আটটি পরিবার বসতবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। এ ছাড়া যেভাবে খাল কাটা হচ্ছে তাতে আগামি এক মাসের মধ্যে ওইসব এলাকায় বসবাসরত সকল ভূমিহীনদের খোলা আকাশের নীচে বসবাস করা ছাড়া কোন উপায় থাকবে না। যদি খাল খননই করতে হয় তাহলে তাদেরকে উচ্ছেদ না করে বিকল্প বসবাসের জায়গা দেওয়া হোক।

(আরকে/এএস/জুলাই ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test