E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বন্দরে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে ডিসি

২০২১ জুলাই ১২ ১৬:৩৯:৪৬
বন্দরে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে ডিসি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে আশ্রয়ন প্রকল্পের অধীনে নির্মিত ৩১ টি ঘর পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এসময় তিনি বেশ কয়েকটি পরিবারের সাথে কথা বলেন এবং তাদের সুবিধা অসুবিধার বিষয়ে সার্বিক খোঁজ নেন।

সোমবার (১২ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার লক্ষনখোলা পৌরসভার মাঠ এলাকায় অবস্থিত এই আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।

এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মদের সাথে নিয়ে বিভিন্ন ঘর পরিদর্শন করেন। ঘরে কোন অসুবিধা হচ্ছে কিনা তা জানতে চান। যদি কোন অসুবিধা হয় তা দ্রুত ইউএনওকে জানানোর পরামর্শ দেন। একই সাথে আশ্রয়ন প্রকল্পে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানেরও তাগিদ দেন তিনি।

পরিদর্শনকালে আশ্রয়নে থাকা শিশুদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। বেশ কিছু সময় শিশুদের সাথে খুনসুটিতে মেতে উঠেন তিনি। পাশাপাশি বয়স্ক নারী পুরুষদের সাথে কথা বলে প্রধানমন্ত্রীর উপহার প্রাপ্তির জন্য প্রভুর কাছে প্রার্থনাও চান তিনি।

পরিদর্শন শেষে মোস্তাইন বিল্লাহ সাংবাদিকদের বলেন, পুরো জেলায় আমাদের আশ্রয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। সেই ধারাবাহিকতায় বন্দরের লক্ষনখোলা এলাকায় ৩১টি ঘর নির্মান করে দেয়া হয়েছে। বাকিগুলো দ্রুতই তৈরী করা হবে। পরিদর্শন করে আমরা স্থাপনা কেন্দ্রীক কোন সমস্যা দেখতে পাইনি। তবে এর বাইরের কিছু কাজ বাকি থাকায় সেগুলো দ্রুত সমাধানের তাগিদ দেয়া হয়েছে।

(ও/এসপি/জুলাই ১২, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test