E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেরানীগঞ্জ মডেল থানার খামখেয়ালি, মারা গেল যুবক

২০১৪ সেপ্টেম্বর ০৬ ১২:৩১:৩৮
কেরানীগঞ্জ মডেল থানার খামখেয়ালি, মারা গেল যুবক

স্টাফ রিপোর্ট : কেরানীগঞ্জের বামনসুর এলাকায় রিপন (২৬) নামে এক যুবকে স্থানীয়রা ছিনতাইয়ের অভিযোগে পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থল থেকে পুলিশ যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু জিজ্ঞাসাবাদের নামে চিকিৎসা শেষ না করেই থানায় নিয়ে আসে। এর দুই ঘন্টা পর তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়। পুলিশ দ্রুত তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের দাবী রিপন এলাকার চিহ্নিত অপরাধী। শনিবার ভোর ৪টার দিকে এই  ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শি আসাদ জানান, ভোর ৪টার দিকে বামনসুর এলাকায় এক ব্যক্তিকে স্থানীয় কমপক্ষে আট থেকে নয়জন মানুষ একসঙ্গে পিটিয়ে আহত করে। খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ এসে ওই ব্যাক্তিকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। তিনি আরও জানান, স্থানীয়রা ওই ব্যাক্তির (রিপন) বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ এনেছে।


হত্যাকাণ্ডের বিষয় কেরানীগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার এসআই জাহাঙ্গীর আলম জানান, বামনসুর মাঠের পাশের সড়ক দিয়ে শনিবার ভোরে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশাকে আটকে ছিনতাই করার চেষ্টা করে রিপনসহ আরও তিনজন। এসময় অটোরিকশা চালকদের সহায়তায় স্থানীয়রা রিপনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। রিপনকে ধরে স্থানীয়রা মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে রিপনকে জীবিত উদ্ধার করে।

এসআই আরও জানান, আতহ অবস্থায় রিপনকে প্রথমে স্থানীয় মালঞ্চ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার কিছুটা উন্নতি হলে থানায় নিয়ে আসা হয়। থানায় নিয়ে আসার কিছুক্ষণপরে তার শারীরিক অবস্থার অবনতি হলে, সকাল ৬ টার দিকে পুলিশ তাকে পুনোরায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিপনের বিরুদ্ধে হত্যা মামলাসহ সাত থেকে আটটি মামলা রয়েছে বলেও জানান এসআই।

এ বিষয় কেরানীগঞ্জ মডেল থানার ওসি মজিবর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘নিহত রিপনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে চিহ্নিত অপরাধী। তিনি আরও জানান, নিহত রিপন উপজেলার শাহীদ নগর এলাকায় শ্বশুড়বাড়ীতে থাকতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা এলাকায় বলে জানা গেছে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test