E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে পশুর হাট বানচাল করলেন ইউএনও

২০২১ জুলাই ১২ ১৯:২১:৫৭
ভৈরবে পশুর হাট বানচাল করলেন ইউএনও

মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবে অননুমোদিত পশুর হাট বানচাল করলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। 

আজ ১২ জুলাই সোমবার উপজেলার আগানগর ইউনিয়নের চরপাড়া ও টুকচানপুর মেঘনা বাজার এলাকায় পশুর হাটে অভিযান চালিয়ে তা পূর্ব অনুমোদন না থাকায় উচ্ছেদ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসারকে সহযোগিতা করেন ভৈরব থানা পুলিশ ও ভৈরব নৌ-পুলিশ।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া বন্ধ রয়েছে সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান ও সাপ্তাহিক হাট বাজার। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে পশুর হাট বসানোর সরকারি অনুমোদন ছাড়া বর্তমানে কোন সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না। তবে টুকচানপুর ও চরপাড়া এলাকায় পশুর হাট বসানোর ব্যাপারে কোন অনুমোদন উপজেলা প্রশাসন দেয়নি। তবে ১/২ দিনের মধ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোর সিদ্ধান্ত আসলে তা কর্তৃপক্ষদের জানিয়ে দেয়া হবে। তবে পশুর হাট বসানোর জন্য নির্দিষ্ট জায়গা ছাড়া তা বসানো যাবে না।

(এম/এসপি/জুলাই ১২, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test