E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপকূলে ৩ নম্বর সঙ্কেত, নিরাপদ আশ্রয়ে ফিরছে মাছ ধরা ট্রলার

২০১৪ সেপ্টেম্বর ০৬ ১৪:৫৯:০৮
উপকূলে ৩ নম্বর সঙ্কেত, নিরাপদ আশ্রয়ে ফিরছে মাছ ধরা ট্রলার

বাগেরহাট প্রতিনিধি : মৌসুমী লঘুচাপের কারণে বঙ্গোপসাগর এখন উত্তাল। উপকুলে বইছে ঝড়ো হাওয়া। সাগরে আছড়ে পড়ছে বিশাল-বিশাল ঢেউ। উপকূলে শনিবার সকাল থেকে শুরু হয়েছে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর মংলা, চট্টগ্রাম, কক্রবাজার ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী  নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলে এই লঘুচাপের কারণে শুক্রবার সন্ধা থেকে বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। এঅবস্থায় প্রবল ঢেউয়ের কারণে বঙ্গোপসাগরে ইলিশ আহরণে নিয়োজিত জেলেরা সাগরে জাল ফেলতে না পেরে ফিরছে নিরাপদ আশ্রয়ে। শত শত ফিশিং ট্রলার সুন্দরবনসহ উপকূলীয় বিভিন্ন নদী ও খালে নিরাপদ আশ্রয় নিয়েছে। বনবিভাগ ও মৎস্য সমিতি সূত্রে এতথ্য জানা গেছে। বাগেরহাটের শরণখোলার রায়েন্দা খালেও আশ্রয় নিয়েছে ফিশিং ট্রলার।

উপকুলীয় মৎসজীবি সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী জানান, বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়ায় আছড়ে পড়ছে প্রচন্ড ঢেউ। একারনে অধিকাংশ ট্রলার সাগরে টিকতে না পেরে উপকূলের সুন্দরবন, বাগেরহাট, মংলা ও শরণখোলাসহ নিজ নিজ এলাকায় চলে আসতে শুরু করেছে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে যেসমস্ত ট্রলার মাছ ধরছিল সেগুলোও সাগর ছেড়ে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে আশ্রয় নিয়েছে। তিনি আরও জানান, ইলিশ মৌসুমে একদিকে সাগরে দস্যুদের উৎপাত, অন্যদিকে কয়েক দফা বৈরী আবহাওয়ায় সাগরে জাল ফেলতে না পেরে মহাজন ও জেলেরা হতাশায় পড়েছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. কামাল আহমেদ জানান, বৈরী আবহাওয়ার কারনে ইলিশ ধরা ট্রলারগুলো সুন্দরবনের কচিখালী, সুপতি, শ্যালা, দুবলা, নারকেলবাড়িয়াসহ সুন্দরবনের ছোট ছোট খালে আশ্রয় নিয়েছে।

(একে/এএস/সেপ্টেম্বর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test