E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চিরিরবন্দরে সড়কে ডাকাতি, ব্যবসায়ী আহত, সর্বস্ব ছিনতাই

২০২১ জুলাই ১৫ ১২:২৮:০০
চিরিরবন্দরে সড়কে ডাকাতি, ব্যবসায়ী আহত, সর্বস্ব ছিনতাই

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের চিরিরবন্দরে সড়কে ডাকাতেরা এক ব্যক্তিকে গুরুতর আহত করে মোটর সাইকেল এবং টাকা নিয়ে পালিয়েছে।  ঘটনাটি ঘটেছে, বুধবার রাত আনুমানিক ১১টায় চিরিরবন্দর উপজেলার বেলতলী বাজার হতে কুতুবডাঙ্গা ভায়া উচিতপুর সড়কের বানিযুগি রেলগেটের ৪ শত মিটার দক্ষিণে যুগির ডাঙ্গা মাঠের উত্তরে মন্দিরের মোড়ে।

ডাকাত দলের সদস্যরা জামাল হোসেন (৫০) নামের এক ব্যবসায়িকে পথ আটকিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আঘাত করে, পায়ের রগ কেটে দেয়াসহ হাতের আঙ্গুলগুলো ভেঙ্গে দিয়ে মৃত ভেবে ফেলে দিয়ে বাইসাইকেল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর আহত ব্যবসায়ি হামাগুড়ি দিয়ে ইছামতি নদী পার হয়ে পূর্বদিকে ক্ষয়জাপুর গ্রামে যায়। এ সময় মোটরসাইকেল যোগে বাজার থেকে বাড়িতে ফেরা ওই গ্রামের একজন হিন্দু যুবক পথিমধ্যে উলঙ্গ অবস্থায় ওই ব্যবসায়িকে রাস্তার মধ্যে হুমড়ি খেয়ে পড়তে দেখে ভয়ে মোটরসাইকেল ঘুরিয়ে লোকালয়ে এসে চিৎকার করে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে ওই ব্যবসায়িকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

রাত সোয়া ১ টায় রোগীর স্বজন আলামিন জানায়, রোগির অবস্থা আশংকাজনক। অপারেশন থিয়েটারে অপারেশন চলছে, জ্ঞান ফেরেনি। শরীরে রক্ত না থাকায় প্রচুর রক্ত দিতে হচ্ছে। ওই স্বজন আরো জানান, তিনি উপজেলার পুনট্ট্রি ইউনিয়নের আমতলি বাজার থেকে আব্দুলপুর ইউনিয়নের বাজে দিঘারণ গ্রামের বাড়িতে ফিরছিলেন, তিনি উপজেলার বিভিন্ন হাটে পিঁয়াজের চারা (পুল) বিক্রি করেন। অন্য সময়ে কাঁচামাল, কচু বিক্রি করতেন।

ওই ঘটনার পর রাত ১২ টায় চিরিরবন্দর থানার এসআই শাহআলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকারি লোকজনের সঙ্গে কথা বলেন।

আহত জামাল হোসেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

(এসএএস/এএস/জুলাই ১৫, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test