E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৮৩ বছর বয়সেও রুপবান বেওয়ার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা!

২০২১ জুলাই ১৫ ১৬:২২:৫৭
৮৩ বছর বয়সেও রুপবান বেওয়ার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা!

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী (ফরিদপুর) : আর কত বেশি বয়স হলে বয়স্ক ভাতা পাবার যোগ্য বলে বিবেচিত হবেন রূপবান বেওয়া। ভোটার আইডি কার্ডে এখন তার বয়স  ৮৩ বছর ৩ মাস। এই বয়সেও তিনি কোন প্রকার ভাতা পাননা।

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাধীন সাতৈর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত মোঃ ফইজউদ্দিন শেখের স্ত্রী রুপবান বেওয়া। এক ছেলে ও পাঁচ মেয়ে সন্তান নিয়ে গত ২০ বছর পূর্বে তিনি বিধবা হন। এ বয়সেও তিনি কোনো প্রকার সরকারি ভাতা পাননা। তার ছেলে দিন মুজুরী করে কোনমতে সংসার চালায়। দু মুঠো আহার কখনও জোটে আবার কখনো অনাহারে দিন কাটে। সরকারি খাস জমিতে বসবাস করেন। বার্ধক্য জনিত রোগে টাকার অভাবে ওষুধও জোটেনা।

বৃদ্ধা মহিলা বলেন, ‘শুনছি শেখের বিটি বয়স্কগে ভাতার টাহা দ্যেয়। আমারওতো কম বয়াস হয়নি আমিতো পাইনে’

ওই বৃদ্ধা আরো বলেন, ‘আমার কোন জমি-টমি নাই আমার স্বামীর অল্প এট্টু জমি ছেলো, তাও নাকি খাস জমি হয়ে গ্যাছে। আমি শুনছি শেখের বিটি নাকি যাগে জমিজমা নাই তাগে তাগে ঘর দিচ্ছে। তাই শুনে আমিও একখান ঘরের লাইগা চেয়ারম্যান মেম্বারগো ধরছি, আমার কপালে কি শেষ বয়সে একখান পাকা ঘরে থাহন জুটবিনে!’

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, সাতৈর ইউনিয়নের ইসলামপুর গ্রামের অনেকে ঘরের জন্য আবেদন করেছেন, সেখানে ৬টি ঘরের তিনটি অন্য স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তবে অন্য জাগায় ঘর আছে। আমার সাথে যোগাযোগ করলে, খোঁজ খবর নিয়ে প্রকৃত ভূমিহীন হলে পরবর্তীতে দেখা যাবে।

এ বিষয়ে সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মুজিবর রহমান বলেন, ৮৩ বছরের কোনো বৃদ্ধা বয়স্ক ভাতা পান না- এমন তথ্য আমার জানা নেই। তবে আমার কাছে কাগজপত্র নিয়ে এলে তার জন্য ভাতার ব্যবস্থা করে দেব।

(কেএফ/এসপি/জুলাই ১৫, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test