E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদক চোরাকারবারীদের হামলায় র‌্যাব সদস্যসহ আহত ৭, ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ আটক ৪ 

২০২১ জুলাই ১৭ ১৬:১৩:৫৩
মাদক চোরাকারবারীদের হামলায় র‌্যাব সদস্যসহ আহত ৭, ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ আটক ৪ 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : চোরাচালানিদের হামলায় চার র‌্যাব সদস্য ও তাদের তিনজন সোর্স আহত ও র‍্যাব সদস্যদের তিনটি মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ব্রীজের পাশে রমজাননগর ইউপি চেয়ারম্যান এর ব্যক্তিগত অফিসে এ হামলার ঘটনার পর আইন প্রয়োগকারি সংস্থার লোকজন দু’টি মোটর সাইকেল ও চেয়ারম্যোনের অফিসের চেয়ার, টেবিল ও জানালা ভাঙচুর করেছে। পুলিশ আটককৃত র‌্যাব সদস্যদের উদ্ধারের পর স্থানীয় রমজাননগর ইউপি চেয়ারম্যান আল মামুন, তার চাচাত ভাই ইউপি সদস্য জাহাঙ্গীরসহ চারজনকে আটক করেছে। আহত দু’ র‌্যাব সদস্যকে সাতক্ষীরা সদর হাপসাতাল ও তিন সোর্সকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রমজাননগরের কয়েকজন বাসিন্দা জানান, র‌্যাব এর সোর্স ছাদেক, রবিউল ও মনিরুল ইসলাম একটি মোটর সাইকেলে ও দু’জন র‌্যাব সদস্য অপর একটি মোটর সাইকেলে শুক্রবার রাত ১১টার দিকে পরানপুরে ফেনসিডিল উদ্ধারে যায়। সেখানে অভিযান ব্যর্থ হওয়ায় তারা ফিরে আসে। র‌্যাব সদস্য দু’ জন রমজাননগর ব্রীজ পেরিয়ে গেলেও তিনজন সোর্স একটি মোটর সাইকেলে রমজাননগর ব্রীজের উপর দাঁড়িয়ে থাকে। এ সময় ইউপি চেয়ারম্যান আল মামুনের ভাই মাহাফুজুর রহমানের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ি শেখ মুজিবুল ইসলামের লোকজন র‌্যাব সোর্সদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে। এ সময় তাদেরকে ধরে রমজাননগর ব্রীজের নীচে চেয়ারম্যানের মতান্তরে আওয়ামী লীগ অফিসে আটকে রেখে মারপিট করা হয়।

খবর পেয়ে র‌্যাব সদস্যরা ও পুলিশ ঘটনাস্থলে এসে র‌্যাব এর সোর্সদের উদ্ধার করে। আইনপ্রয়োগকারী সংস্থার লোকজন সেখানে উপস্থিত লোকজনদের উপর হামলা চালায়। ভাঙচুর করা হয় চেয়ারম্যানের অফিসের চেয়ার, টেবিল, আলমারি ও জানালা। এ সময় র‌্যাব এর চার সদস্য চোরাকারবারিদের হামলায় আহত হয়। এ ঘটনায় রমজাননগর ইউপি চেয়ারম্যান আল মামুন ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে পুলিশ ঘটনাস্থলে ডেকে আনে। পরে তাদের দু’জনসহ চারজনকে আটক করে র‌্যাব সদস্যরা তাদের সাতক্ষীরা অফিসে নিয়ে যায়। আহত তিন র‌্যাব সোর্সকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, র‌্যাব সদস্য ফিরোজ ও মাসুদকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত দু’ র‌্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

চোরাকারবরীদের হামলা বিষয়ে জানবার চেষ্টা করা হলে র‌্যাব-৬ এর সাতক্ষীরার কোম্পানির কর্মকর্তা মেজর শরিফুল আহসান জানান, হামলায় দু’ র‌্যাব সদস্য আহত হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হুদা জানান, রাতেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে র‌্যাব এখন পর্যন্ত এ বিষয়ে কোন মামলা থানায় দেয়নি। তিনি জানান, শুনেছি ইউপি চেয়ারম্যান আল মামুন ও তার ভাই জাহাঙ্গীরকে র‌্যাব আটক করেছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

(আরকে/এসপি/জুলাই ১৭, ২০২১)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test