E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় এক শিক্ষককে পিটিয়ে জখম করেছে সন্ত্রসীরা

২০১৪ সেপ্টেম্বর ০৬ ১৭:১২:০৭
আগৈলঝাড়ায় এক শিক্ষককে পিটিয়ে জখম করেছে সন্ত্রসীরা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় স্নাতক বর্ষের ছাত্র ও খন্ড কালিন শিক্ষককে মারধর করে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। আহত শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর বাহাদুরপুর গ্রামের রবি তালুকদারের ছেলে স্নাতক শ্রেনীর ছাত্র ও বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষক রতন তালুকদার দীর্ঘদিন যাবত এলাকায় প্রাইভেট পরিয়ে ও শিক্ষককতা করিয়ে নিজের ও পরিবারের খরচ জোগাতেন।

স্থানীয়রা জানান, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিন বিহারী মল্লিক ও সহকারী শিক্ষক জগদীশ মন্ডল শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষার্থীদের সেকায়েপের উপবৃত্তির টাকা থেকে ৫শ থেকে ১ হাজার টাকা করে আদায় করতেন।

ওই স্কুলে শিক্ষকতা করার সুবাদে রতন টাকা রাখার প্রতিবাদ করলে তাকে দেখে নেয়ার হুমকি দেয় তারা। সম্প্রতি তারা রতনকে জানায়, তারাই ক্লাশ ম্যানেজ করতে পারবে, তাকে আর স্কুলে যেতে হবেনা বলেও জানিয়ে দেয় তারা। তবে এরই মধ্যে বাকাল গ্রামের গাজী গাফ্ফার নামের এক জনকে খন্ডকালিন শিক্ষক হিসেবে নিয়োগ দেয় তারা। এনিয়ে এলাকার লোকজন দ্বিধা বিভক্তি হয়ে পরে।

এরই জের ধরে শনিবার সকালে রতনকে একা পেয়ে পাশ্ববর্তি গৌরনদী উপজেলার মাগুরা বাহাদুরপুর গ্রামের শাহেব আলী রাড়ীর ছেলে শিপন রাড়ীর নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল রতনকে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে থানা পুলিশ পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন ও এসআই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। আহত রতনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

(টিবি/এএস/সেপ্টেম্বর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test