E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অসহায় সিনিয়র সিটিজেন রুপবান বেওয়ার বাড়িতে খাদ্য নিয়ে পুলিশ সুপারের প্রতিনিধি দল

২০২১ জুলাই ১৮ ১৮:১৫:৩৪
অসহায় সিনিয়র সিটিজেন রুপবান বেওয়ার বাড়িতে খাদ্য নিয়ে পুলিশ সুপারের প্রতিনিধি দল

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত ফইজউদ্দিন শেখের স্ত্রী রুপবান বেওয়া। ভোটার আইডি কার্ডে এখন তার বয়স ৮৩ বছর। এক ছেলে ও পাঁচ মেয়ে সন্তান নিয়ে গত ২০ বছর পূর্বে তিনি বিধবা হন। এই বয়সেও এসে তিনি কোন প্রকার সরকারি ভাতা পান নাই। সরকারি খাস জমিতে বসবাস করেন তিনি। এমনকি বার্ধক্য জনিত রোগের জন্য টাকার অভাবে ওষুধও জোটেনা । তার ছেলে দিন মুজুরী করে কোনমতে সংসার চালায়। দু মুঠো আহার কখনও জোটে আবার কখনো অনাহারে দিন কাটে। 

স্থানীয় সাংবাদিক কাজী হাসান ফিরোজ রুপবান বেওয়াকে নিয়ে "৮৩ বছর বয়সেও রুপবান বেওয়ার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা!" এই শিরোনামে একটি প্রতিবেদন ফরিদপুর পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, (বিপিএম সেবা) এর নজরে আসে।

ফরিদপুর পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, (বিপিএম সেবা'র) নির্দেশে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম নিজে গিয়ে রুপবান বেওয়ার বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। ফরিদপুর পুলিশ সুপারের নির্দেশনা পেয়ে রবিবার (১৮ জুলাই) দুপুরে নিজে রুপবান বেওয়ার বাড়িতে খাদ্য সহায়তা নিয়ে হাজির হন । এ সময় উপস্থিত ছিলেন সাতৈর ইউ পি চেয়ারম্যান মো. মজিবর রহমান।

সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান বলেন, আমি রুপবান বেওয়াকে দ্রুত সময়ের মধ্যে বয়স্ক ভাতার কার্ড করে দিব।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, রুপবান বেওয়ার ভাগ্যে এখনো বয়স্ক ভাতার কার্ড জোটেনি এই সংবাদ ফরিদপুরের মানবিক পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, (বিপিএম সেবা) স্যারের নজরে আসলে তিনি নিজে খাদ্য সামগ্রী পাঠান। আমি এবং ইউপি চেয়ারম্যান গিয়ে খাদ্য সামগ্রী রুপবান বেওয়ার হাতে তুলে দেই। চেয়ারম্যান সাহেব দ্রুত সময়ের মধ্যে বয়স্ক ভাতার কার্ড করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

(কেএফ/এসপি/জুলাই ১৮, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test