E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনায় বেকার হয়ে পড়া দুঃস্থ ও নিম্নমধ্যবিত্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

২০২১ জুলাই ১৯ ১৫:১৬:০৯
করোনায় বেকার হয়ে পড়া দুঃস্থ ও নিম্নমধ্যবিত্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ঈদুল আজহাকে সামনে রেখে করোনা মহামারীতে বেকার হয়ে পড়া অসহায় দুঃস্থ ও নিম্নমধ্যবিত্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বন্ধুত্ব অমর নামের সাতক্ষীরা এসএসসি-৯৭ ও এচসএসসি ৯৯ ব্যাচের বন্ধুরা। 

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব ও সদর উপজেলা পরিষদ চত্বরে উক্ত খাদ্য সামগ্রী বিতরনের উদ্বোধন করেন, প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।

সংগঠনটির নেতাকর্মীরা এ সময় জানান, সংগঠনটি করোনা মহামারিতে দেশ বাঁচানোর যুদ্ধে সরকারের পাশে থেকে সাতক্ষীরা জেলায় তাদের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। সংগঠনের পক্ষে ইতিমধ্যে মূল্যবান ঔষধ, বিপুল পরিমান মাস্ক, প্রয়োজনীয় অক্সিমিটার ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এছাড়া সংগঠনটি সাতক্ষীরা সিভিল সার্জনের মাধ্যমে জনস্বার্থে ওপেন প্লাটফর্মে টেলিমেডিসিন সেবা প্রদান করছে।

(আরকে/এসপি/জুলাই ১৯, ২০২১)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test