E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে ঈদ উপলক্ষে জেলা পুলিশের নিরাপত্তা জোরদার  

২০২১ জুলাই ১৯ ১৮:১৫:০৬
ফরিদপুরে ঈদ উপলক্ষে জেলা পুলিশের নিরাপত্তা জোরদার  

দিলীপ চন্দ, ফরিদপুর : ঈদ উল আযহা উপলক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশ কর্তৃক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আজ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে ফরিদপুর জেলার জনগণকে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদ উল আযহা উপলক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশ কর্তৃক বিভিন্ন নিরাপত্তামূলক পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার ৯টি থানা এলাকায় ৪৪টি পশুর হাটে পুলিশের মোবাইল টিম এবং ফিক্সড টিম মোতায়ন করা হয়েছে। সাধারণ গবাদি পশু ব্যবসায়ীরা এবং ক্রেতারা যাতে প্রতারিত হতে না পারে সেই লক্ষ্যে গরুর হাটগুলোতে সিসি টিভি মনিটরিং ও জাল টাকা সনাক্তকরণের জন্য মেশিনের ব্যবস্থা করতে হাট পরিচালনায় সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান করা হয়েছে।

রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলা হতে ফরিদপুর জেলায় আগত লোকজনের চলাচলের জন্য মহাসড়ক গুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পবিত্র ঈদ উল আযহার ঈদের নামাজ উপলক্ষ্যে ইসলামী ফাউন্ডেশন, ফরিদপুর জেলা শাখা কর্তৃক কোতোয়ালি থানা এলাকায় ২২ টি মসজিদসহ অন্যান্য থানা এলাকার মসজিদ গুলোতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদের নামাজের পূর্বে সকল ধর্মপ্রাণ মুসল্লীরা যাতে নির্বিঘ্নে মসজিদে এসে নামাজে অংশগ্রহণ করতে পারে সেই লক্ষ্যে পুলিশি নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় শাখা কর্তৃক আরোপিত নির্দেশনা মেনে চলতে হবে।

এক্ষেত্রে নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবানুনাশক দ্বারা জীবাণুমুক্ত করতে হবে, মুসল্লিগণ প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে যাবেন, প্রত্যেকে নিজ নিজ বাসা থেকে অজু করে মসজিদে যেতে হবে, মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না, নিরাপদ দূরত্ব বজায় রেখে নামাজে দাঁড়াতে হবে, নামাজ শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করতে হবে। ঈদ পরবর্তী সময়ে প্রচুর লোকজন ফরিদপুর জেলায় আসবেন এবং ফরিদপুর জেলা হতে অনেক লোকজন অন্যান্য জেলায় চলে যাবেন।

বিশেষ করে যারা ফরিদপুর জেলা হতে অন্যান্য জেলায় চলে যাবেন তারা ভালোভাবে ঘরে তালাবদ্ধ করে স্বর্ণালংকার, টাকাপয়সা ও মূল্যবান দ্রব্যসামগ্রীর ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে যাবেন। এছাড়া ব্যাংক, বীমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ও মার্কেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিজস্ব নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিরাপত্তার স্বার্থে লোকাল থানার সাথে যোগাযোগপূর্বক ডিউটি অফিসারের নিকট নিজ নিজ প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গের মোবাইল ফোন নাম্বারের তালিকা প্রদান করার জন্য পরামর্শ প্রদান করা হলো। যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে জেলা পুলিশ ফরিদপুরকে তাৎক্ষণিক অবহিত করার জন্য অনুরোধ করা হলো এবং তাৎক্ষণিকভাবে জেলা পুলিশের সহায়তা নেয়ার জন্য অনুরোধ করা হলো।

ফরিদপুর জেলা শহরসহ প্রতিটি থানা এলাকায় পুলিশের টিম ও স্পেশাল ডিবির টিম সার্বক্ষনিক মোতায়েন থাকবে। এছাড়া সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। মন্ত্রিপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা কর্তৃক আরোপিত বিধি নিষেধ মেনে চলার জন্য অনুরোধ করা হলো।

(ডিসি/এসপি/জুলাই ১৯, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test