E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় কঠোর লকডাউনের প্রথমদিনে তৎপর প্রশাসন

২০২১ জুলাই ২৩ ২১:২৩:৪৭
সালথায় কঠোর লকডাউনের প্রথমদিনে তৎপর প্রশাসন

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : ঈদের পরে সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথমদিনে ফরিদপুরের সালথায় তৎপর রয়েছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। লকডাউন বাস্তবায়ন করতে ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে শুক্রবার উপজেলার সদর বাজার এলাকাসহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার। এসময় থানা পুলিশ ও আনসার সদস্য বাহিনী উপস্থিত ছিলেন।

অভিযানকালে সালথা সদর বাজারে বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, লকডাউন বাস্তবায়ন করতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। এসময় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে কঠোরভাবে লকডাউন পালন করার জন্য সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন বাজারে কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা রাখার জন্য স্থানীয় প্রশাসনের তরফ থেকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

লকডাউন বাস্তবায়ন করতে বৃহস্পতিবার সালথা থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন জায়গায় মাইকিং করতে দেখা যায়।

(এএনএইচ/এএস/জুলাই ২৩, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test