E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে ডিবি পুলিশ পরিচয়ে বিকাশ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

২০২১ জুলাই ২৪ ১৩:২৪:০১
ফরিদপুরে ডিবি পুলিশ পরিচয়ে বিকাশ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

দিলীপ চন্দ, ফরিদপুর : ভুয়া ডিবি পুলিশ পরিচয় , বিকাশ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরিদপুর জেলা পুলিশ  প্রেরিত শুক্রবার (২৩জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পুলিশ সুপার, ফরিদপুরের দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা, ফরিদপুর এর নেতৃত্বে ২২জুলাই বিকাশ প্রতারক, ভুয়া ডিবি পুলিশ এবং অপহরণকারী দলের সদস্য যথাক্রমে প্রান্ত সাহা (২৬), পিতা-মৃত পার্থ প্রতিম সাহা, কামারখালী বাজার, থানা-মধুখালী (বর্তমান ঠিকানাঃ ফায়ার সার্ভিসের পাশে গ্রীন টাওয়ারের ৪র্থ তলা, থানা-ভাঙ্গা), রোমানুল ইসলাম রিমন (৩১), পিতা-মৃত নুরুল ইসলাম, হোগলাডাঙ্গী, মোঃ জুবায়ের হোসেন (৩৮), পিতা-মৃত আব্দুস ছামাদ শেখ, খাপুরা, কামাল শেখ (৩৬), পিতা-মৃত শেখ বারেক, হোগলাডাঙ্গী সদরদী, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুরদেরকে বিকাশ প্রতারণা কাজে ব্যবহৃত ১১ টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।

প্রতারক চক্রের সদস্যরা গত ১৮জুলাই ফরিদপুর কোতয়ালীর রাজবাড়ী রাস্তার মোড় হতে সিদ্দিকুর রহমান রাঙা (৬২)পিতা মৃত-বজলুর রহমান, গ্রাম -হাজরাহাটি,থানা-চুয়াডাঙ্গা সদর, জেলা -চুয়াডাঙ্গাকে অজ্ঞাত নামা ৭/৮ জন বেলা ১১.৩০ মিনিটের সময় ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাকে আটক করে মাইক্রোবাসযোগে ভাঙ্গা থানা এলাকায় নিয়ে যায়। উক্ত সিদ্দিকুর রহমানের মোবাইল ফোন থেকেই তার আত্মীয় স্বজনদের নিকট তিন লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং এক পর্যায়ে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা নিয়ে আরো টাকার দাবীতে তাকে ছেড়ে দেয়। বিষয়টি পুলিশ সুপার, ফরিদপুরকে অবহিত করলে তার নির্দেশে তথ্য প্রযুক্তির সহায়তায় উপরোক্ত চারজন আসামীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানার মামলা নং-৬০ (জিআর নং-৫৭৮/২০২১) তারিখ- ২৩/০৭/২০২১ খ্রিঃ, ধারাঃ পেনাল কোডের ১৭০/৩৪২/৩৬৫/৩৮৫/৩৮৬/৩৮৭/৩৪ ধারার অপরাধ তৎসহ ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ৩০/৩৫ ধারার অপরাধের মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(ডিসি/এএস/জুলাই ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test