E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

র‍্যাবের অভিযানে প্রতারক চক্রের সদস্য মোস্তকিম আটক 

২০২১ জুলাই ২৪ ১৬:০৪:৪৯
র‍্যাবের অভিযানে প্রতারক চক্রের সদস্য মোস্তকিম আটক 

মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : চাকরি দেওয়ার নামে টিকেএস হেলথ কেয়ার নামের একটা প্রতিষ্ঠান কর্মী নিয়োগের নামে লোকজনের কাছ থেকে টাকা আত্মসাৎ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতি করে পরীক্ষা ছাড়াই টাকার বিনিময়ে বিদেশগামী যাত্রীদের ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট দেয়ার অভিযোগে মো. মোস্তাকিম (২৬) নামে এক প্রতারক চক্রের সদস্য আটক করেছে র‌্যাব–১১ । আটক কৃত মোস্তাকিম টিকেএস হেলথ কেয়ার লিমিটেড নামের একটি অদৃশ্য প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক। বৃহস্পতিবার আড়াইহাজার উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার সকালে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) আশরাফুল আমিন বাদী হয়ে মোস্তাকিমসহ তিনজনের নাম উল্লেখ করে ৩০/৩৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন : টিকেএস হেলথ কেয়ারের চেয়ারম্যান আবুল হাসান (৩৮)। অপর আসামি একই প্রতিষ্ঠানের মহা–ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন (৩১)।

মামলার এজাহার ও আড়াইহাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে, টিকেএস হেলথ কেয়ারের নামে একটি চক্র রাজধানী ঢাকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশে কর্মী নিয়োগ দিচ্ছিল। তারা চাকরী দেয়ার কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিত। তারা বেশ কিছুদিন ধরে পরীক্ষা না করেই বিদেশগামী কোভিড পজিটিভ যাত্রীদের টাকার বিনিময়ে ভুয়া নেগেটিভ সার্টিফিকেট দিচ্ছিল। বিষয়টি স্বাস্থ্য অধিদফতরের নজরে আসলে তাদের একটি দল অনুসন্ধান করে আড়াইহাজার এলাকার বেশকিছু বিদেশগামী যাত্রীর ভুয়া কোভিড সার্টিফিকেট সনাক্ত করেন। সেসব সার্টিফিকেটের সূত্র ধরেই মোস্তাকিমের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে স্বাস্থ্য অধিদফতরের পক্ষে আশরাফুল আমিন র‌্যাব–১১ বরাবর অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে আড়াইহাজার থানার তার নিজ বাসা থেকে মোস্তাকিমকে আটক করে। র‌্যাব-১১ তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করে।

মামলায় ভুয়া অনুমতিপত্র বানানো, অবৈধভাবে পরীক্ষা কার্যক্রম চালানো, কর্মী নিয়োগের নামে লোকজনের কাছ থেকে টাকা আত্মসাৎ ও পরীক্ষা না করেই বিদেশগামী কোভিড–১৯ পজিটিভ যাত্রীদের নেগেটিভ সার্টিফিকেট দেয়াসহ বেশ কিছু অভিযোগ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা আড়াইহাজার থানার উপ–পরিদর্শক (এসআই) তারেক পারভেজ বলেন, মোস্তাকিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে নিজেও এই প্রতারক চক্রের সঙ্গে যুক্ত রয়েছে। তারা সারাদেশেই তাদের নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছিল। প্রতারক চক্রের এক সদস্যকে র‌্যাব আটক করে থানায় হস্তান্তর করে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(এস/এসপি/জুলাই ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test