E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজশাহীতে নকল এনার্জি ড্রিংকস কারখানার মালিক আটক

২০১৪ সেপ্টেম্বর ০৭ ১০:২৩:৪২
রাজশাহীতে নকল এনার্জি ড্রিংকস কারখানার মালিক আটক

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীতে যৌন উত্তেজক ‘পাওয়ার প্লাস’ ও ‘হর্স পাওয়ার’ নামে নকল এনার্জি ড্রিংকস তৈরির কারখানায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ ড্রিংকস ও দেশী মদসহ কারখানার মালিক জুয়েল রানাকে আটক করা হয়েছে।

রাজশাহী উপশহর এলাকায় শনিবার রাত ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজ গোপাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে উপশহর পানির ট্যাংকি এলাকার জুয়েল রানার ১৪৭ নম্বর বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে পাওয়ার প্লাস ও হর্স পাওয়ার নামে ৬০০ বোতল নকল এনার্জি ড্রিংকস, ড্রিংকস তৈরি মেশিন ও ৫০ লিটার দেশী মদ জব্দ করা হয়। এ সময় কোম্পানির মালিক জুয়েল রানাকে আটক করা হয়।

জুয়েল রানা দীর্ঘদিন ধরে তার বাড়িতে নকল এনার্জি ড্রিংকস তৈরি করে আসছিলেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test