E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনায় কর্মহীন মানুষের ভরসা চেয়ারম্যান মিজানুর

২০২১ জুলাই ২৪ ১৯:২৪:২১
করোনায় কর্মহীন মানুষের ভরসা চেয়ারম্যান মিজানুর

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : গোটা বিশ্ব যখন মহামারি করোনা ভাইরাস আতঙ্কে স্তব্ধ। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। সারা দেশের মানুষ যখন লকডাউন আছে বাড়ি থেকে বের হতে পারছে না। এতে করে বন্ধ হয়ে গেছে খেটে খাওয়া মানুষদের জীবন সংগ্রাম। সেই মুহূর্তে করোনার কারণে খেটে খাওয়া কর্মহীন অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলেঙ্এ ইউনিয়নের চেয়ারম্যান মো: মিজানুর রহমান।

গত বছর করোনা মহামারি শুরুর পর থেকে নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, সয়াবিন তেল,আলু ও সাবান প্রদান করেন।এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ২০০ পরিবারের মাঝে ও বাসায় বাসায় এ খাদ্য সামগ্রী প্রদান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সঙ্গগঠনের নেতাকর্মীরা।

কুল্লাগাছা আসাননগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন রহমান নান্নু বলেন, দেশের এ ক্লান্তিলগ্নে সরকারের আহবানে সাড়া দিয়ে খেটে খাওয়া কর্মহীন মানুষ লকডাউন আছেন। সেই মুহূর্তে এলাঙ্গী ইউপি চেয়ারম্যান নিজ উদ্যোগে এ সকল অসহায় মানুষের পাশে দাঁড়ানো এ মহৎ কাজকে আমি স্বাগত জানাই।

তিনি সাধারণ জনগণের উদ্দেশে বলেন, আপনারা করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে সরকারের সকল বিধি নিষেধ মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন, নিজেদের দূরত্ব বঝায় রাখুন। আপনাদের সচেতনতাই আপনারা সুস্থ্ থাকবেন।

এলাঙ্গী ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহামান খান বলেন, করোনাভাইরাসের এই মহামারিতে সাধারণ খেটে খাওয়া কর্মহীন মানুষের করুণ অবস্থা চলছে।আমি আমার সাধ্যমত চেষ্টা করছি অসহায় মানুষের পাশে দাড়ানোর। আমাদের সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অসহায় কর্মহীন মানুষ আর না খেয়ে থাকবে না। নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন।

উল্লেখ্য, করেনা ও উপসর্গ নিয়ে মৃতদের দাফন-কাফন ও শেষকৃত্য অনুষ্ঠানে তাদের স্বজনরা ভয়ে উপস্থিত না থাকলেও চেয়ারম্যান মিজানুর নিজে উপস্থিত থেকে মৃতদেহের সৎকার করে যাচ্ছেন।

(একে/এসপি/জুলাই ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test