E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

ফেনীতে করোনা উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের

২০২১ জুলাই ২৬ ১৬:২৬:৩৬
ফেনীতে করোনা উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের

ফেনী প্রতিনিধি : ফেনী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী।

সোমবার (২৬ জুলাই) হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হাসপাতালে করোনা ইউনিটে নতুন ২৫ জন রোগীসহ বর্তমানে ১১৩ জন ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে ১০ এবং সিসিইউতে পাঁচজন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ২১ জন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আরও জানান, গত ১ জুলাই থেকে এ পর্যন্ত হাসপাতালের আইসোলেশন ইউনিটে একজন পজিটিভসহ ৭০ জন মারা গেছেন। আর আইসিইউ-সিসিউতে এ পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন।

(এনকে/এসপি/জুলাই ২৬, ২০২১)

পাঠকের মতামত:

২১ অক্টোবর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test