E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোয়ালমারীতে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে মৃত্যুর ঘটনায় মামলা

২০২১ জুলাই ২৬ ১৮:২৫:৫৮
বোয়ালমারীতে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে মৃত্যুর ঘটনায় মামলা

কাজী ফিরোজ, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কৃষক শহীদ শেখ নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহতের মামাতো ভাই পরমেশ্বরদী গ্রামের বাসিন্দা আ. মান্নান শেখ বাদি হয়ে এ ঘটনার তিনদিন পর সোমবার (২৬ জুলাই) দুপুরে অজ্ঞাতনামা ১০/১৫ জনসহ ২৯ জনের নাম উল্লেখ করে বোয়ালমারী থানায় মামলা করেন। 

জানা যায়, গত ২৩ জুলাই উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এসময় ধারালো অস্ত্রের কোপে পরমেশ্বরদী গ্রামের ফকির পাড়ার আ. রাজ্জাক ফকিরের ছেলে শহীদ ফকির (৪৭) নামের এক কৃষক নিহত হন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আ. মান্নান মাতুব্বরকে। বোয়ালমারী থানা পুলিশ ওই সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যে উভয় পক্ষের ২২ জনকে আটক করেছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(কেএফ/এসপি/জুলাই ২৬, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test