E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুড়িগ্রামে কঠোর বিধিনিষেধ উপেক্ষিত

২০২১ জুলাই ২৭ ২০:১০:০০
কুড়িগ্রামে কঠোর বিধিনিষেধ উপেক্ষিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামে করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারন করেছে। গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরো ২জন মারা গেছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪২জনে। গত দুই সপ্তাহে মৃত্যুবরণ করেছে ১৫জন। এছাড়াও গত ২৪ঘন্টায় ২৮৭ জনের নমুনা পরীক্ষায় ১০১জন কোভিডে আক্রান্ত হয়েছে বলে সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।

এদিকে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৪ঘন্টায় জেলার ৯ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের কয়েকটি টিম ৭১টি মামলা দায়ের করেন এবং বিভিন্ন কারনে ৪০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এরপরও কঠোর বিধিনিষেধ অমান্য করে অনেকেই বিনা কারণে ঘর থেকে বের হচ্ছেন প্রতিনিয়ত। শহরের প্রধান সড়কে তেমন যান চলাচল না করলেও অলিগলিতে দেদারসে চলছে অটোরিক্সা, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন। অনেককেই মাস্ক ছাড়া হাটেবাজারে ও রাস্তায় চলতে দেখা যায়। শার্টারের অর্ধেক খোলা রেখে দোকানে কেনাবেচা চলে। অনেকে দোকানের ভেতরে এক সঙ্গে ১০/১৫জন ক্রেতাকে নিয়ে বাইরে থেকে শার্টার বন্ধ করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আবার কিছু ব্যবসায়ী ক্লোজ সার্কিট ক্যামেরা(সিসিটিভি) বাইরে লাগিয়ে ভিতর থেকে প্রশাসনের নজরদারী করে ব্যবসা করছেন। অনেকে কর্মচারীদের পাহারা রেখেও ব্যবসা করেন। প্রতিদিন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ পথচারিদের মাস্ক বিতরণসহ মামলা দেয়া ও জরিমানা অব্যাহত রাখলেও বাইরে বের হওয়া কোনভাবেই ঠেকানো যাচ্ছেনা।

মঙ্গলবার (২৭জুলাই) সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সর্বত্র প্রচুর লোকসমাগম। শহরের কলেজ মোড় এলাকায় ২০ থেকে ২৫জন মানুষ একসাথে জটলা পাকাচ্ছেন। স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দুরত্ব না মেনে গাদাগাদি করে চলছেন। এছাড়াও পৌরবাজার ফলপট্টি,এলজিইডি বস্তি মোড়, গোডাউন গেট, শাপলা চত্বর, সিংহ মোড়, কালিবাড়ী, খলিলগঞ্জবাজার, খেজুরেরতল, রেলওয়ে স্টেশন, ত্রিমোহণী বাজারসহ বেশ কয়েকটি পয়েন্টে ২০ থেকে ৪০জনের বহর একসাথে পরিলক্ষিত হয়।

(পিএমএস/এএস/জুলাই ২৭, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test