E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রাজারহাটে প্রতারণা মামলায় এক ব্যক্তি জেলহাজতে

২০২১ জুলাই ২৮ ১৬:৩৮:২০
রাজারহাটে প্রতারণা মামলায় এক ব্যক্তি জেলহাজতে

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে চাকুরী দেয়ার প্রতারনা মামলায় এক প্রতারককে আটক করে বুধবার (২৮ জুলাই) জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। রাজারহাট থানার এএসআই নসিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উমর মজিদ ইউনিয়নের নওদাবাস উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাকে আটক করে।

আটককৃত উপজেলার উমরমজিদ ইউনিয়নের পান্থাপাড়া গ্রামের মৃত জাহের আলীর পুত্র মোঃ আনোয়ারুল হক(৪২) বলে পুলিশ জানিয়েছে।

মামলা সুত্রে জানা যায়, পরিবার পরিকল্পনা মন্ত্রনালসহ বিভিন্ন দপ্তরব চাকুরি দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন আনোয়ারুল হক। সেই সাথে পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের ভুয়া নিয়োগ পত্র চাকরি প্রার্থীদের প্রদান ও মন্ত্রনালয়ের গুরুত্বপূর্ণ কাগজ পত্র জাল জালিয়াতির অভিযোগে ঢাকার তেজগাঁও থানায় পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের সচিব বাদী হয়ে আনোয়ারুল হকের বিরুদ্ধে ২০২০ সালের জুন মাসে মামলা দায়ের করেন। তেজগাঁও থানার মামলা নং ১১/৬।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার বলেন আনোয়ারুল হকের নামে ঢাকা তেজগাঁও থানায় একটি প্রতারণার মামলার ওয়ারেন্ট তামিল রাজারহাট থানায় আসলে তাকে গ্রেফতার করে বুধবার (২৮জুলাই)কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।

(পিএস/এসপি/জুলাই ২৮, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test