E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনায় ঝালকাঠির বিচারক সানিয়া আক্তারের মৃত্যু 

২০২১ জুলাই ২৮ ১৭:৪১:৩৯
করোনায় ঝালকাঠির বিচারক সানিয়া আক্তারের মৃত্যু 

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোসাম্মৎ সানিয়া আক্তার (২৯) করোনায় আক্রান্ত হয়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।

তিনি গত ১২ জুলাই থেকে করোনায় আক্রান্ত ছিলেন। তাঁর স্বামী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এইচএম ইমরানুর রহমানও করোনায় আক্রান্ত ছিলেন। সানিয়া আক্তারের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে বরিশাল শেবাচিম হাসপাাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়। তাঁর মৃত্যুতে ঝালকাঠির বিচার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোসাম্মৎ সানিয়া আক্তারের স্বামী এইচএম ইমরানুর রহমান ঝালকাঠিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত আছেন। সানিয়া আক্তারের বাড়ি নারয়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার হোগলাকান্দা গ্রামে। তাঁর মৃত্যুতে ঝালকাঠি-২ আসনের এমপি আমির হোসেন আমু, জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ শোক প্রকাশ করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএইচএম ইমরানুর রহমান জানান, বুধবার বিকালে আমার স্ত্রী সানিয়া আক্তারের মরদেহ নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার গ্রমের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে নামাজে জানাজা শেষে লাশ আমার গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে। বৃহস্পতিবার আমার গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদি উপজেলার টুংচর গ্রামে দাফন সম্পন্ন হবে ।

(এস/এসপি/জুলাই ২৮, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test