E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিষেধ উপক্ষো করে বৌভাতের আয়োজন, খাবার গেল এতিমখানায়

২০২১ জুলাই ২৮ ২৩:০২:১১
নিষেধ উপক্ষো করে বৌভাতের আয়োজন, খাবার গেল এতিমখানায়

তারেক হাবিব, হবিগঞ্জ : করোনায় মহামারীতে বৌভাতের আয়োজন করায় বরপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করে ৫০০ মানুষের খাবার স্থানীয় এতিমখানার পাঠানোর নির্দেশ দিয়েছেন এউএনও। ঘটনাটি ঘেটেছে, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়। 

জানা যায়, সরকার ঘোষিত কঠোর লকডাউন উপক্ষো করে বড় পরিসরে বিয়ের আয়োজন করে পরে বৌভাতের আয়োজন করেন উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের ঝালু মিয়া নামের এক ব্যক্তি। ওই আয়োজনে উভয় পক্ষের প্রায় ৫’শ মানুষের অংশ গ্রহনের কথা ছিল বলে জানা গেছে। বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসনের কানে গেলে স্থানীয় সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও আনসার বাহিনীর সহযোগিতায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। আয়োজক বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করে। খাদ্য সামগ্রী এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।

(টিএইচ/এসপি/জুলাই ২৮, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test