E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘গণতান্ত্রিক দেশে নির্ভুল ভোটার তালিকা দরকার’

২০১৪ সেপ্টেম্বর ০৭ ১৭:০৫:৩০
‘গণতান্ত্রিক দেশে নির্ভুল ভোটার তালিকা দরকার’

সাতক্ষীরা প্রতিনিধি : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলি  একটি নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে সকলের সহায়তা কামনা করে বলেন  গণতান্ত্রিক সমাজে এমন একটি  স্বচ্ছ তালিকা দরকার ।

জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে যোগ্য ব্যক্তিরা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন সেজন্য সকলকে সচেতন থাকতে হবে বলে উল্লেখ করেন তিনি ।

নির্বাচন কমিশনার রোববার সকাল ১১টায় সাতক্ষীরায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি আরও বলেন মানসিক ভারসাম্যহীন ও আদালত কর্তৃক অযোগ্য ঘোষিত কোনো ব্যক্তি এই তালিকাভুক্ত হতে পারবেন না । প্রতিবন্ধীরাও এই তালিকাভুক্ত হতে পারবেন উল্লেখ করে তিনি বলেন ১৮ বছর বা তার বেশি বয়সের যে কোনো বাংলাদেশি নাগরিক ভোটার হবার যোগ্য বলে বিবেচিত হবেন । পরে তিনি সার্ভার ষ্টেশন ও ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিদর্শন করেন ।

জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন খুলনা আঞ্চলিক নির্বাচন অফিসার মো. মুজিবর রহমান , পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির , উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান , পৌর মেয়র এমএ জলিল, সাংবাদিক সুভাষ চৌধুরী প্রমুখ।


(আরকে/এএস/সেপ্টেম্বর ০৭, ২০১৪)


পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test