E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তালায় বাল্যবিবাহ’র অপরাধে বরের দন্ডাদেশ

২০২১ জুলাই ৩০ ১১:০৫:১১
তালায় বাল্যবিবাহ’র অপরাধে বরের দন্ডাদেশ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : কিশোরী মেয়েকে বিয়ে করার অপরাধে সাতক্ষীরার তালায় ভ্রাম্যমান আদালনের অভিযানে বরের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। বুধবার রাতে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের গাবতলা গ্রামে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. তারেক সুলতান’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বর রুবেল হোসেনকে (২৪) ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩মাসের কারাদন্ডাদেশ দেন।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, উপজেলার নগরঘাটা ইউনিয়নের গাবতলা গ্রামের রজব আলী বাজনদারের ছেলে রুবেল হোসেন ৪দিন আগে মনিরাপুর উপজেলার চালোহাটি ইউনিয়নের গোপীকান্তপুর গ্রামের জলিল বিশ্বাসের কন্যা রিংকী খাতুনকে (১৫) বিয়ে করেন।

বিষয়টি জানার পর রুবলে হোসেনকে নোটিশ পাঠানো হয়। এরপর থেকে রুবেল তার কিশোরী নববধুকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। বুধবার রাতে টানা বর্ষনের সুযোগে রুবেল তার স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফেরার খবর পেয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। এরপর রাত ১০টার দিকে টানাবর্ষন ও কাদামাটির রাস্তা উপেক্ষা করে ভ্রাম্যমান আদালতের বিচারক এস. এম. তারেক সুলতানের নেতৃত্বে রুবেল’র বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে বাল্য বিবাহ নিরোধ আইনে বর রুবেলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। এছাড়া, কিশোরী বধুকে তার পিতার কাছে ফেরৎ পাঠানোর জন্য ওই রাতেই তাকে স্থানীয় ইউপি সদস্য’র জিম্মায় দেয়া হয়। একই সাথে এই বিয়ের উপর ২০২৪ সাল পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়। এদিকে, বর রুবেল হোসেন জরিমানার টাকা পরিশোধ করে কারাদন্ড থেকে রক্ষা পান বলে তিনি আরো জানান।

(আরকে/এএস/জুলাই ৩০, ২০২১)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test